এবার রাক্ষস অবতারে আসতে চলেছেন রণবীর সিং, ছবির পরিচালনা কে করছে ?
This time Ranveer Singh is going to come in Rakshas Avatar, who is directing the film?

The Truth Of Bengal : নতুন লুকে আসতে চলেছে রণবীর সিং । এবার তাকে দেখা যাবে রাক্ষস অবতারে । হনুমানখ্যাত পরিচালক প্রশান্ত বর্মার পরবর্তী ছবিতে তাঁকে এই অবতারেই দেখা যাবে । বলিউড সূত্রে খবর, যে এই ছবিটি নাকি তৈরি হবে ভারতীয় পুরাণের উপর ভিত্তি করে।
একই সঙ্গে একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গেও কথা বলছেন তিনি যাঁরা ছবিটির প্রযোজনার দায়িত্ব নেবেন। যদিও এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর ছবিটি প্রযোজনা করতে এগিয়ে এসেছে দক্ষিণের বড় প্রযোজক সংস্থা মাইত্রী।
সূত্রের খবর রাক্ষস নামক ছবিটি প্রাক স্বাধীনতা যুগের উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে। সেখানে রণবীরের চরিত্রটি গ্রে-শেডের হবে। রাক্ষস ছবিটি হবে প্রশান্ত বর্মার সিনেমাটিক ইউনিভার্সের অংশ যেখানে রণবীরের সঙ্গে দেখা যাবে একাধিক ফিল্মি তারকাকে। এই ছবিতে আর কারা কারা আছে সেই নিয়ে এখনও কিছু জানানো হয় নি ।