বিনোদন

অসুস্থতা কাটিয়ে ফের শ্যুটিংস্পটে এই বলিউড অভিনেতা, কে তিনি?

This Bollywood actor is back on the shooting spot after recovering from illness

The Truth of Bengal: ২০২৩-এ “ওয়েলকাম টু দ্য জঙ্গল”-এর সেটে হৃদরোগে আক্রান্ত হন বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে। হাসপাতাল তাঁকে ‘ক্লিনিক্যালি ডেথ’ ঘোষণা করেছিল। তারপরেও তিনি মৃত্যুকে হারিয়ে জীবনে ফিরেছেন। সেই শ্রেয়স তাঁর ছেড়ে যাওয়া সেটে ফিরলেন প্রায় আড়াই মাস পরে ফিরলেন। ছবির শ্যুটিংয়ের ফাঁকে তিনি জানিয়েছেন যে প্রথমে ভয়ে হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। তিনি চুপ করে বসে থেকেছেন।

স্বাভাবিক হওয়ার জন্য সময় নিয়েছেন। তারপর ক্যামেরার মুখোমুখি হয়েছে। বাকিটা স্বপ্ন। এর জন্য তিনি অক্ষয় কুমার, আহমেদ খানকে তিনি আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন। খারাপ সময়ে তাঁকে, তাঁর পরিবারকে সমর্থন জানানোর জন্য।যদিও অভিনেতার পরিবারে হৃদরোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে। সে কথা তিনি স্বীকার করে জানিয়েছেন, তাঁদের পরিবারে হৃদরোগে আক্রান্তের সংখ্যা কম নয়।

ফলে, তাঁকে নিয়ে বাকিরা ভীষণই ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি আরও জানান, কোভিডে আক্রান্ত হওয়ার পরেই চিকিৎসকেরা খেয়াল করেন অভিনেতার রক্ত ঘন হতে আরম্ভ করেছে। এতেই বিপদসংকেত লুকনো ছিল। পাশাপাশি, প্রচণ্ড পরিশ্রম তাঁর অসুস্থতাকে আরও বাড়িয়ে দেয়। তারপরেও তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, তাঁকে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। পূর্ণ বিশ্রামের পরে চিকিৎসকেরা তাঁকে ধীরে ধীরে শুটিংয়ের অনুমতি দেওয়ায় তিনি ফের শ্যুটিংয়ে যোগ দিয়েছেন।

Related Articles