বিনোদন

‘পুষ্পা ২’-এর আইটেম সং-এ নেই সামান্থা, সামান্থার পরিবর্তে দেখা যাবে জাহ্নবী বা শ্রীলীলাকে!

There is no Samantha in the item song of 'Pushpa 2', instead of Samantha, Janhvi or Srileela will be seen!

The Truth Of Bengal: ফের চর্চায় অল্লু অর্জুন অভিনীত প্যান ইন্ডিয়া মুভি ‘পুষ্পা ২’। আগেই জানা যায় যে এবার পুষ্পা-২তে আইটেম সং-এ নেই সামান্থা। সামান্থার পরিবর্তে শোনা যাচ্ছে ২ অন্য দুই লাস্যময়ী অভিনেত্রীর নাম। যদিও এখনও অফিসিয়ালি কোনও নাম ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফ থেকে।

তবে দক্ষিণী ছবির জগতে এবং বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, এবার আইটেম সং-এ কোমর দোলাতে দেখা যেতে পারে বলিউড ডিভা জাহ্নবী কাপুরকে। অন্যদিকে, দক্ষিণী ছবির অভিনেত্রী শ্রীলীলার নামও উঠে আসছে।২০২১ সালের ১৭ ডিসেম্বর পুষ্পার প্রথম ভাগটি বড়পর্দায় মুক্তি পায়। কার্যত গোটা বিশ্বে সাড়া ফেলে দেয় প্যান ইন্ডিয়া এই ছবিটি।

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন আইকন স্টার আল্লু অর্জুন এং তাঁর বিপরীতে অভিনয় করে সকলের মন জিতে নেন রশমিকা মান্দানা। ছবির গল্প অ্যাকশন থেকে শুরু করে ছবির গান সব দিক থেকেই দর্শকদের মন কাড়ে এই ছবি। আর সেখানেই ‘উঃ আন্টাভা’ গানে কোমর দোলায় সামান্থা প্রভু। যা দর্শকদের মধ্যে সেন্সেশন তৈরি করে দেয়। তবে এবার আর তাঁকে আইটেম সং-এ দেখা যাবে না। তাঁর পরিবর্তে দেখা যাবে অন্য কোনও এক লাস্যময়ীকে।

ছবির প্রথম ভাগের শেষেই ইঙ্গিত দেওয়া হয় ছবির দ্বিতীয় ভাগও খুব শীঘ্রই দেখতে পাবে অনুরাগীরা। তবে থেকেই অনুরাগীদের উত্তেজনার আর শেষ নেই। কবে ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাবে সেই নিয়ে অধীর আগ্রহে ছিল অনুরাগীরা। শেষমেশ ছবি মুক্তির দিন ঘোষণা করলেও মুক্তির দিন পিছোনোর জল্পনা অনুরাগীদের খুশিতে জল ঢেলেছে।

ছবিটি ৬ ডিসেম্বর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। প্রসঙ্গত ইতিমধ্যেই ছবির পোস্টার টিজার ও ২টি গান মুক্তি পেয়েছে। তেলেগু, তামিল, হিন্দি, কন্নড়, মালায়লি, বাংলায় মুক্তি পেয়েছে। ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে এবারেও রাশমিকা মান্দানাকেই দেখা যাবে। খলনায়কের চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে।

 

 

 

Related Articles