ঘোষিত হল ৭০ তম জাতীয় চলচিত্র পুরস্কারের বিজয়ীদের নাম, দেখুন তালিকা
The winners of the 70th National Film Awards have been announced

Truth Of Bengal : শুরু হয়েছে ৭০ তম জাতীয় চলচিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা পর্ব। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সেরার সেরাদের তালিকাও। সেই তালিকায় রয়েছে কন্নড় অভিনেতা ঋষভ শেঠির নামও। ‘কান্তারা’ ছবির জন্যই সেরা অভিনেতার খেতাব জিতে নিলেন তিনি। তালিকায় রয়েছে বলিউড অভিনেতা বিক্রান্ত মেসির নামও।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার হল দেশের অন্যতম সর্বোচ্চ পুরস্কারের সম্মান। এই অনুষ্ঠানেই দাদাসাহেব ফালকে পুরস্কার বিজেতার নামও ঘোষণা করা হয়। ১৬ অগাস্ট অর্থাৎ শুক্রবার ২০২৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা করা হয়। এই বছর ২০২২ সালের সেরা চলচিত্র নির্মাণের প্রতিভাকে সম্মান জানানো হয়। ২০২৩ সালে ২০২১ সালের সিনেমার বিভিন্ন কৃতীদের সম্মান জানানো হয়। ‘পুষ্পা’ ছবির জন্য সেরা অভিনেতার খেতাব জেতেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন। মিমি ও গঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জন্য সেরা অভিনেত্রীর খেতাব জেতেন কৃতী সেনন ও আলিয়া ভাট। এবছরের সেই বিজেতাদের দৌড়ে রয়েছে, ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত ‘নানপাকাল নেরাথু মায়াক্কাম’ ছবির জন্য দক্ষিণী সুপারস্টার মামুট্টি, ‘টুয়েলভ ফেল’ ছবির জন্য বিক্রান্ত মেসি। ‘কান্তারা’ ছবির জন্য সেরা অভিনেতার মুকুট গেল কন্নড় অভিনেতা ঋষভ শেঠির ঝুলিতে।
৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম-
ফিচার ফিল্ম বিভাগ
শ্রেষ্ঠ চলচ্চিত্র – আতম
সেরা পরিচালনা- উনচাই-এর জন্য সুরাজ আর বারজাতিয়া
স্বাস্থ্যকর বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্র – কানতারা
সেরা শিশু চলচ্চিত্র
সেরা অভিনেতা – কান্তার জন্য ঋষভ শেঠি
সেরা অভিনেত্রী- তিরুচিত্রম্ভলমের জন্য নিথ্যা মেনন এবং কচ্ছ এক্সপ্রেসের জন্য মানসী পারেখ
সেরা পার্শ্ব অভিনেতা- ফৌজা-এর জন্য পবন রাজ মালহোত্রা
সেরা পার্শ্ব অভিনেত্রী- নীনা গুপ্তা (উনচাই)
সেরা শিশু শিল্পী – মালিকাপ্পুরমের জন্য শ্রীপথ
সেরা সিনেমাটোগ্রাফি- রবি বর্মাম-এর জন্য পনিয়িন সেলভান 1
সেরা চিত্রনাট্য – আনন্দ একর্ষি ‘আতম’
সেরা সংলাপ লেখক- অর্পিতা মুখার্জি এবং গুলমোহরের জন্য রাহুল ভি চিত্তেলা
সেরা প্রোডাকশন ডিজাইন – অপরাজিতোর জন্য আনন্দ আধ্যা
সেরা অ্যাকশন কোরিওগ্রাফি – কেজিএফ অধ্যায় ২ এর জন্য আনবারিভ
সেরা মেক-আপ আর্টিস্ট- অপরাজিতোর জন্য সোমনাথ কুন্ডু
সেরা কস্টিউম ডিজাইন – কচ্ছ এক্সপ্রেসের জন্য নিকি জোশি
গানের জন্য সেরা সঙ্গীত পরিচালনা – ব্রহ্মাস্ত্রের জন্য প্রীতম: পার্ট ১ – শিব
ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য সেরা সঙ্গীত নির্দেশনা – পনিয়িন সেলভান ২ এর জন্য এআর রহমান
সেরা গীতিকার – নওশাদ সদর খান ফৌজায় ‘সালামি’-এর জন্য
সেরা পুরুষ প্লেব্যাক গায়ক – ব্রহ্মাস্ত্রের ‘কেশরিয়া’-এর জন্য অরিজিৎ সিং: পার্ট ১ – শিব
সেরা মহিলা প্লেব্যাক গায়িকা – সৌদি ভেল্লাক্কা থেকে ‘ছায়ায়ুম ভেইল’-এর জন্য বোম্বে জয়শ্রী
সেরা কোরিওগ্রাফি – তিরুচিত্রম্বলামের ‘মেঘম করুকথা’-এর জন্য জানি মাস্টার এবং সতীশ কৃষ্ণান
সেরা সাউন্ড ডিজাইন – আনন্দ কৃষ্ণমূর্তি পনিয়িন সেলভানের জন্য – পার্ট ১
সেরা সম্পাদনা- মহেশ ভুবনেন্দ আতমের জন্য
সেরা বিশেষ প্রভাব
বিশেষ জুরি পুরস্কার – গুলমোহরের জন্য মনোজ বাজপেয়ী এবং কাধিকানের জন্য সঞ্জয় চৌধুরী
বিশেষ উল্লেখ (ফিচার ফিল্ম)
অসমীয়াতে সেরা ফিচার ফিল্ম – কুলানন্দিনী মহন্তের ইমুথি পুথি
বাংলায় সেরা ফিচার ফিল্ম – কৌশিক গাঙ্গুলার কাবেরি অন্তরধন
হিন্দিতে সেরা ফিচার ফিল্ম – রাহুল ভি চিটেল্লার গুলমোহর
কন্নড়ের সেরা ফিচার ফিল্ম – প্রশান্ত নীলের কেজিএফ অধ্যায় ২
কোঙ্কনি ভাষায় সেরা ফিচার ফিল্ম
মালায়ালামের সেরা ফিচার ফিল্ম – থারুন মুরথির সৌদি ভেল্লাক্কা
মণিপুরীতে সেরা ফিচার ফিল্ম
মারাঠিতে সেরা ফিচার ফিল্ম – পরেশ মোকাশির ভালভি
ওড়িয়াতে সেরা ফিচার ফিল্ম
পাঞ্জাবীতে সেরা ফিচার ফিল্ম – মুকেশ গৌতমের বাঘি দি ধি
তামিলের সেরা ফিচার ফিল্ম – মণি রত্নমের পননিয়িন সেলভান পার্ট ১
তেলেগুতে সেরা ফিচার ফিল্ম – কার্তিকেয়া ২, চান্দু মন্ডেতি
অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিকের সেরা চলচ্চিত্র – ব্রহ্মাস্ত্র: পার্ট ১ – শিব, অয়ন মুখার্জি দ্বারা
জাতীয়, সামাজিক এবং পরিবেশগত মূল্যবোধের প্রচারে সেরা ফিচার ফিল্ম – ভাইরাল শাহের কচ্ছ এক্সপ্রেস
নন-ফিচার ফিল্ম বিভাগ
সেরা নন-ফিচার ফিল্ম – সিদ্ধান্ত সারিন-এর আয়েনা
সেরা ডকুমেন্টারি – মার্মার্স অফ দ্য জঙ্গল
সেরা প্রথম নন-ফিচার ফিল্ম
সেরা নৃতাত্ত্বিক/এথনোগ্রাফিক ফিল্ম
শ্রেষ্ঠ শিল্প/সাংস্কৃতিক চলচ্চিত্র
সেরা বৈজ্ঞানিক চলচ্চিত্র
সেরা প্রচারমূলক চলচ্চিত্র
সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র
সেরা অ্যানিমেটেড ফিল্ম – জোশি বেনেডিক্টের একটি নারকেল গাছ
সেরা শর্ট ফিল্ম
সেরা নন-ফিচার ফিল্ম ডিরেকশন – দ্য শ্যাডো থেকে মরিয়ম চ্যান্ডি মেনাচেরি
সেরা নন-ফিচার ফিল্ম মিউজিক ডিরেকশন – বিশাল ভরদ্বাজ ফর ফুরসাত (অবসর)
বিশেষ জুরি পুরস্কার / বিশেষ উল্লেখ (নন-ফিচার ফিল্ম)
সিনেমার সেরা বই – কিশোর কুমার: অনিরুধা ভট্টাচার্য এবং পার্থিব ধর দ্বারা আল্টিমেট বায়োগ্রাফি
শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচক – দীপক দুয়া (হিন্দি)
নার্গিস দত্ত পুরস্কার
সেরা প্রথম চলচ্চিত্রের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার