
Truth of Bengal: বলিউড হোক বা টলিউড তারকাদের প্রেম মানেই তা চর্চার বিষয়। জল্পনা চলছিলই এবার সেই প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি ‘বহুরূপী’ ছবির গানমুক্তির অনুষ্ঠানে নিজেই প্রেমের কথা স্বীকার করেন অভিনেত্রী। আর দীপাবলিতে প্রকাশ্যে আনলেন প্রেমিকের ছবি। দীপাবলিতে একসঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।
কার সঙ্গে প্রেম করছেন ঋতাভরী? চলুন একটু খোলসা করে বলি, ঋতাভরীর প্রেমিকের নাম সুমিত অরোরা। সুমিত পেশায় সংলাপ লেখক। শাহরুখ খানের ‘জওয়ান’ থেকে শুরু করে ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ এমনকি ‘দাহাদ’ ও ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপও তিনি লিখেছেন। দীপাবলি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে ঋতাভরীর পরনে লাল চুড়িদার অন্যদিকে তার প্রেমিকের পরনে ঘিয়ে পাঞ্জাবি। একসঙ্গে বেশ মানিয়েছে দুজনকে।
উল্লেখ্য, এর আগে মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিল ঋতাভরীর। সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত আগলেও শেষে ভেঙে যায়। এরপরই ঋতাভরী মন দেন কাজে। আর কাজের সূত্রেই কলকাতা থেকে মুম্বই করতে হয় অভিনেত্রীকে। অবশেষে পুরোনো প্রেম কাটিয়ে নতুন প্রেমে মশগুল টলি ডিভা। স্বাভাবিক ভাবেই ঋতাভরীর এই নতুন প্রেম নিয়ে চর্চার শেষ নেই নেটিজেনদের।