বিনোদন
সবরমতী রিপোর্ট পেশ করতে চলেছেন বিক্রান্ত মাসে
The Sabarmati report is going to be presented in the month of Vikrant

The Truth of Bengal: ‘টুয়েলভথ ফেল’-এর পর এবার সবরমতী রিপোর্ট পেশ করতে চলেছেন অভিনেতা বিক্রান্ত মাসে। টুয়েলভথ ফেল-এর আকাশছোঁয়া সাফল্যের পর ফের একবার রিয়েল লাইফ ঘটনার সম্মুখীন হতে চলেছেন বিক্রান্ত। ২০০২ সালে ‘গুজরাটে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনা ও ‘গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা’কে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘দ্য সবরমতী রিপোর্ট’।
এই ছবিতে বিক্রান্তের সঙ্গে রয়েছেন রাশি খান্না ও রিদ্ধি ডোগরা। ছবিতে এক হিন্দি টিভি চ্যানেলের সাংবাদিক সমর কুমারের ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত। আগামি মে মাসে ওটিটি-তে মুক্তি পাবে ছবিটি। সম্প্রতি এই ছবির টিজার প্রকাশ করলেন স্বয়ং বিক্রান্ত। কেমন হতে চলেছে সবরমতী এক্সপ্রেস কান্ডের এই ফিল্মি ভার্সান তাই উঠে এল ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর টিজারে।