
The Turth of Bengal : ভারতবর্ষেই সর্বপ্রথম দাবা খেলার সূচনা হয়। সাদা-কালো এই বোর্ডের খেলার শেষ কিসতিমাত করে কে, এই নিয়েই চলতে থাকে বুদ্ধির লড়াই। প্রযোজনা সংস্থা উইন্ডোসের পরের ছবির বিষয় এবার এই দাবা খেলা। নন্দিতা রায় ও সঞ্জয় আগারওয়ালের নিবেদনে আসছে দাবারু। ছবির পরিচালনায় পথিকৃৎ বসু। ছবির সৃজনশীল প্রযোজনা করবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শ্যুটিং। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টারও।
ভারতের গ্র্যান্ড মাস্টার সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত এই মানবিক ও অনুপ্রেরণামূলক ছবিতে রয়েছে একগুচ্ছ চমক। ‘দাবাড়ু’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। তবে এই গোটা ছবিটিই একটি শিশুকে কেন্দ্র করে। বলা চলে পর্দায় সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে চলেছে একেবারে নতুন একটি মুখ।
উত্তর কলকাতার গলি থেকে উঠে আসা ছোট্টো দাবারু সূর্য কীভাবে নানা প্রতিকূলতা পেরিয়ে গ্র্যান্ডমাস্টার হল, সেই গল্পই এবার পর্দায় ফুটে উঠতে চলেছে। সূর্যর মায়ের ভূমিকায় অভিনয় করতে গিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত এই ছবির গুরুত্ব সম্পর্কে জানালেন। শুধু তাই নয়, এই ছবি যে মানুষের মনে দাগ কাটতে চলেছে সে সম্পর্কেও জানিয়েছেন ঋতুপর্ণা। দাবারুর শুটিং শুরু হয়েছে জুলাইতেই। সব ঠিক থাকলে এই বছর শীতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দাবারু।