বিনোদন

রোষের মুখে লগ্নজিতা! ‘জাগো মা’ গানে আপত্তি তুলে গায়িকাকে হেনস্তার চেষ্টা

এ সময় স্কুলের অন্যতম মালিক মেহবুব মালিক গানটিতে আপত্তি জানান এবং দাবি করেন, অনুষ্ঠানে শুধুমাত্র ধর্মনিরপেক্ষ গানই গাওয়া হবে।

Truth Of Bengal: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি স্কুলের অনুষ্ঠানে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে প্রকাশ্যে হেনস্তার শিকার হতে হয়েছে। শনিবার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে অনুষ্ঠিত অনুষ্ঠানে কয়েকটি গান পরিবেশন করার পর গায়কী শুরু করেন ‘জাগো মা’ গান। এ সময় স্কুলের অন্যতম মালিক মেহবুব মালিক গানটিতে আপত্তি জানান এবং দাবি করেন, অনুষ্ঠানে শুধুমাত্র ধর্মনিরপেক্ষ গানই গাওয়া হবে। এই ঘটনায় স্কুলের অন্যতম মালিক মেহবুব মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, মেহবুব মালিক স্টেজে উঠে গায়িকাকে মারধর করতে চেষ্টা করেন। ঘটনার পর লগ্নজিতার পক্ষ থেকে ভগবানপুর থানায় অভিযোগ দাখিল করা হয়। অনুষ্ঠানের আয়োজক স্বার্থক ভট্টাচার্য জানান, “লগ্নজিতা চক্রবর্তী ৬–৭টি গান পরিবেশন করার পর ‘জাগো মা’ গানটি শুরু করেন। সেই সময় মেহবুব মালিক মঞ্চে এসে গায়িকাকে হেনস্তা করতে চেষ্টা করেন। পুলিশ অভিযোগের তদন্ত করছে এবং অভিযুক্তকে গ্রেফতার করেছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই অভিযুক্ত মেহবুব মালিককে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে হাজির করা হচ্ছে। ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হক জানান, “স্কুল অনুষ্ঠানের সময় একটি ঝামলা ঘটে। অভিযোগ জমা পড়েছে। তদন্ত চলছে।” পাশাপাশি, জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত সুপার মিতুনকুমার দে জানান, “ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এসডিও পর্যায়ের কর্মকর্তারা এই ঘটনার তদন্ত করছেন।”

এই ঘটনায় স্থানীয় এবং সাংস্কৃতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এবং প্রকাশ্যে শিল্পীকে হেনস্তার বিষয়টি নিন্দার মুখে পড়েছে।