বিনোদন

গুডবাই ‘কেবিসি’, শেষপর্বে আবেগপ্রবণ অমিতাভ

The journey ends with Amitabh's KBC

The Truth Of Bengal : শুরুটা হয়েছিল রুপোলি পর্দায় থেকে। তারপর টেলিভিশন। অমিতাভ বচ্চনের জার্নি প্রত্যেকের কাছেই ইন্সপিরেশন। ২০০০ সালে কৌন বনেগা ক্রোড়পতির শোএর অফার পেয়েছিলেন তিনি। সেই জার্নিই সাফল্যের সঙ্গে দুদশক ধরে এগিয়ে নিয়ে যান বিগবি। সঞ্চালকের আসনে বসে তাঁকে দেখা গেছে কখনো মজা করতে, আবার কখনো নিজের স্মৃতি থেকে অনেক অজানা তথ্য উপহার দিয়েছেন তিনি। স্বপ্নপূরণও করেছেন অনেকের।

এবার শেষ হলো বিগ বি আর কেবিসির ২৩ টা বছরের সেই সম্পর্ক। ২০২৩-এর শেষ লগ্নে এসে শেষ হলো কৌন বনেগা ক্রোড়পতির ১৫ তম সিজনের অন্তিম পর্ব। শেষ বারের মত এই প্রশ্ন-উত্তরের খেলায় সঞ্চালকের হট সিটে বসলেন অমিতাভ বচ্চন। কেবিসির মঞ্চ থেকে এবার তাঁর চিরকালীন বিদায় নেওয়ার পালা।

অশ্রুসজল নয়নে কাঁপা ঠোঁটে এবারের মত কেবিসির মঞ্চ থেকে শেষ বিদায় নিলেন বিগ বি। সঞ্চালকের হট সিটে বসে ভারাক্রান্ত গলায় নিজের বিদায় নেওয়ার কথা জানালেন বলিউড শাহেনশাহ। শেষবারের মতো বললেন শুভরাত্রি। চোখের জলে অমিতাভ ও তাঁর জনপ্রিয় শো-কে গুডবাই জানাল সারা দেশের বিনোদনের দর্শক।

 

FREE ACCESS

Related Articles