
The Truth of Bengal: দক্ষিণী ছবি অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দান্না। পুষ্পা ছবির পর বেশ চমপ্রদ খ্যাতি পান নায়িকা। সম্প্রতি তাকে দেখা যায় অ্যানিম্যাল ছবিতে অভিনয় করতে দেখা যায়। এবার অভিনেত্রীকে দেখা যাবে পরিচালক শেখর কমুলার আসন্ন ছবি কুবেরে। ছবির ফার্স্ট লুক ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।
দক্ষিণী ছবি অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দান্না। পুষ্পা ছবির পর বেশ চমপ্রদ খ্যাতি পান নায়িকা। সম্প্রতি তাকে দেখা যায় অ্যানিম্যাল ছবিতে অভিনয় করতে দেখা যায়। এবার অভিনেত্রীকে দেখা যাবে পরিচালক শেখর কমুলার আসন্ন ছবি কুবেরে। ছবির ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাবার পরেই অনুরাগীদের যে বেশ পছন্দ হয়েছে তা বলাই বাহুল্য। ফার্স্ট লুকের ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী জঙ্গলের মধ্যে একা হেঁটে যাচ্ছেন, হাতে রয়েছে একটি লোহার রড ও বেলচা।
হঠাৎই তাকে কে দেখা গেল একটি ফাঁকা জায়গায় লোহার রড দিয়ে মাটি খুঁড়তে এবং মাটি খোঁড়ার পরেই গর্ত থেকে বার করছেন সুটকেস ভর্তি টাকা। যা দেখে বলা যেতে পারে অভিনেত্রী এই সিনেমায় গুপ্তধন লুকিয়ে রেখেছেন এবং পরে সেটি তিনি বের করে নিচ্ছেন। ভিডিও দেখার পরেই ভক্তদের মধ্যে উন্মাদনা বেড়েছে ছবি নিয়ে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবির মুক্তি নিয়ে। এই ছবিতে রাশ্মিকা মান্দান্না পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে ধানুশ ও নাগার্জুনকে। এই অভিনেতাদের উপস্থিতিতে বলা যেতে পারে কুবের একটি আশ্চর্যজনক সিনেমা হতে চলেছে। সম্ভবত ছবিটি মুক্তি পাবে ৩১শে ডিসেম্বর ২০২৪ এ।