বিনোদন

মিথিলার সাথে দূরত্ব বাড়তেই কি টেক্কার সাফল্যে সাপকে চুমু সৃজিতের! 

The distance with Mithila is increasing with the success of the ace of Srijit kissing the snake!

Truth Of Bengal : মাঝে বেশ কিছুদিন পুজোর ছবি নিয়ে ব্যস্ত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়।দেব-রুক্মিণী-স্বস্তিকা অভিনীত টেক্কা বানিয়ে আয়ের অঙ্ক বেশ ভালোই হয়েছে। টেক্কাকে নিয়ে সফলতা পাওয়ার পর তা এবার ভাগ করে নিতে দেখা গেল, প্রিয় সাপের সঙ্গে। বর্তমানে সৃজিত রয়েছেন লন্ডনে। সেখানে পৌঁছে সোশ্যাল মিডিয়াতে একের পর এক ছবি শেয়ার করতে দেখা গেল তাঁকে। কখনো একটি সাপকে গলায় জড়িয়ে নিতে দেখা গেছে তো আবার কখনোসাপের মাথায় স্নেহচুম্বন করতে দেখা গেছে তাঁর শেয়ার করা ছবিতে।

সাপের প্রতি পরিচালকের ভালোবাসা প্রথম থেকেই স্পষ্ট হয়েছে। তবে সাপকে নিয়ে একের পর এক শেয়ার করা ছবি নজরে আসতেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি এবার পরিচালক ঘরে নতুন সদস্য আনতে চলেছেন। এই মুহুর্তে সৃজিতের বাড়িতে থাকা ৫টি বল পাইথনকে বেশ যত্ন সহকারে আপ্যায়ন করে রাখা হয় বলেই জানা গেছে। জানা গেছে, সৃজিত নাকি সময় পেলেই একান্তে সাপেদের সাথে সময় কাটান।

সাপকে চুমু খেলেন সৃজিত।

বিদেশ সফরে গেলেই নাকি পরিচালক একটি করে সাপও নিয়ে আসেন। যা নিয়ে মিথিলার সাথে কথা কাটাকাটিও হয়েছে। মিথিলাকে বলতে শোনা গিয়েছে, সাপের ভয়েতে বাড়িতে টিকে থাকাটাই দায় হয়ে পড়েছে। মিথিলার মুখে শোনা গিয়েছে, প্রথমে ১টি, এখন তা থেকে বেড়ে ৪টি হয়েছে। তবে ঘরে আরও সাপ আনার কথা শুনতে পেয়েছেন বলেও তিনি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেছিলেন বলে জানা গেছে। তবে টলিউডে গুঞ্জন উঠেছে সৃজিত ও মিথিলার সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে।

Related Articles