
The Truth of Bengal: বোল্ড ফটোশুটে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী সোহিনী সরকার। শরীরের উর্ধাঙ্গে এক টুকরো সুতো নেই, তার বদলে রজনীগন্ধার মালাকেই গায়ে জড়িয়ে ক্যামেরায় পোজ দিলেন তিনি। আর সেই ছবি প্রকাশ হওয়ার মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সোহিনীর এই সাহসী ফটোশুট নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। পরণে লাল-সোনালি লং স্কার্ট, আর ওপরে রজনীগন্ধার মোটা মালা। ফুলই আবরণ, ফুলই আভরণ। সেকারণে অভিনেত্রীর ফুলসজ্জাই এখন টক অফ দ্য টাউন।
View this post on Instagram