বিনোদন

নতুন বিজ্ঞাপনে আলিয়ার পরিবর্তে সুহানা। কোন বিজ্ঞাপনে দেখা যাবে শাহরুখকন্যাকে?  

suhana replace alia in new ad

The Truth of Bengal : তাঁর প্রথম ছবি ফ্লপ। তাতে কী হয়েছে তিনি তো শাহাজাদী। মানে বলিউড বাদশার কন্যা সুহানা খান। তাঁকে নিয়ে সিনেমা করতে চলেছেন স্বয়ং শাহরুখ খান এই খবরে বেশকিছু দিন ধরে চর্চায় ছিল বলিউড। এবার সামনে এল সুহানার নতুন খবর। করিনা, আলিয়াদের সরিয়ে এবার সুহানা এন্ট্রি নিল এক বিজ্ঞাপনে। জনপ্রিয় সাবান প্রস্তুত সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শাহরুখকন্যা। সেই সংস্থার মুখ হয়ে এবার টিভিতে ধরা দেবেন সুহানা। খবর অনুসারে, সোমবার থেকে নতুন বিজ্ঞাপনের শুট শুরু করছেন শাহরুখকন্যা। তবে সুহানাই নয়, এর আগে শাহরুখকেও দেখা গিয়েছিল এই বিজ্ঞাপনের মুখ হিসেবে।

 

Related Articles