বিনোদন

বিশ্বকাপের জয়ের উচ্ছ্বাসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাস্তায় দাঁড়িয়ে ওড়ালেন তেরঙ্গা পতাকা

Srijit mukherji used iconic dialogue to celebrate india t20 world cup win

The Truth of Bengal: বাঙালী বরাবরি উৎসব মুখি, পান থেকে চুন খোসা মাত্রই উৎসব স্বাদ পেতে ছাড়েনা। তবে খেলার প্রতি বাঙালির আবেগ চিরকালই একটু অন্যরকম। ফুটবল হোক বা ক্রিকেট, তার সঙ্গে যদি ভারতের নাম জুড়ে যায়, তাহলে সেই আবেগ আরও বেড়ে যায় বইকি। রাস্তায় তখন তুমুল উচ্ছ্বাস। দীপাবলিকে টক্কর দেওয়ার মতো বাজি ফেটে চলেছে। এদিকে রাস্তায় নেমে পড়েছে মানুষ। গোটা দেশের প্রার্থনা পূরণ হল এদিন।

আর ভারত জিততেই কলকাতায় দেখা গেল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসে গা ভাসাতে ভুললেন না টলিউডের ব্যস্ততম পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ভারত জিততেই বাড়িতে আর বসে থাকতে পারেননি পরিচালক। সোজা রাস্তায় নেমে আসেন তিনি। ১৩ বছর পর বিশ্বকাপের সেরা ভারত। এতেই উচ্ছ্বসিত সৃজিত। হাতে তুলে নিলেন তেরঙ্গা। তাঁর কানে যেন বাজছিল ‘লেহরাদোঁ’র সুর। তাইতো তেরঙ্গা হাওয়ায় ভাসিয়ে দিলেন পরিচালক।

 

View this post on Instagram

 

A post shared by Indranil Roy (@indraroy29)

অনেকে বাইকে করেও শহর ঘুরেও টিম ইন্ডিয়ার জয়কে সেলিব্রেট করেছেন। তাঁদের কয়েকজনের সঙ্গে দেখা হতেই সৃজিত মজার ছলে বলে ওঠেন, “দক্ষিণ আফ্রিকাকে বলো খোকা এসেছে।”র মধ্যেই এল সেলফির আবদার। হাসিমুখেই সব মেটালেন। ক্রিকেট অনুরাগীদের কাঁধে হাত রেখেই দিলেন ‘ইন্ডিয়া… ইন্ডিয়া!’ স্লোগান।

Related Articles