বিনোদন
প্রিমিয়ারে আলাপ জমালেন সোমলতা। কীভাবে আলাপ জমালেন তিনি সেটাই এবার জেনে নিন?
Somlata spoke at the premiere

The Truth of Bengal : শুক্রবার মুক্তি পেয়েছে টলিউডের মিস্টি রোমান্টিক ছবি আলাপ। এই ছবির লিড রোলে রয়েছেন আবির ও মিমি। বৈশাখের তীব্র দাবদাহের মধ্যেও সহজ সরল, নির্ভেজাল প্রেমের বার্তা বয়ে এনেছে এই ছবিটি। তাই এই কর্পোরেট বা মোবাইল এসএসএস-এর দুনিয়ায় জয়ী হয় চিরকূটের প্রেমপত্র। প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত এই ছবির গানগুলোও বেশ মনে ধরেছে দর্শকের। এই ছবিতে গান গেয়েছেন সংগীতশিল্পী সোমলতা আচার্য চৌধুরী। তাঁর গাওয়া আবহাওয়া বলে দেয় গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। ছবির প্রচারে বিভিন্ন জায়গায় দেখা গেছে তাঁকে। সেই অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি সকলকে হলে এসে আলাপ দেখতে অনুরোধ করলেন সোমলতা। ছবির পরিচালকের সঙ্গে আগে থেকে পরিচয় থাকলেও এই প্রথমবার ছবিতে তাঁর সঙ্গে কাজ করে বেশ খুশি সোমলতা। শিল্পীর সেই আনন্দ ধরা পড়ল ছবির প্রিমিয়ারে।
View this post on Instagram