বিনোদন
Trending

আসছে বছর ঈদে মুক্তি পাবে সিকান্দার, সেখানে সঙ্গীত পরিচালনার দ্বায়িত্বে কে থাকছে জানেন?

The Truth Of Bengal: আসছে বছর ঈদে মুক্তি পেতে চলেছে সালমান খানের ‘সিকান্দার’। সাজিদ নাদিয়াদওয়ালার পরিচালনায় ২০২৫ এ মুক্তি পেতে চলেছে এই সিনেমা। তবে সিনেমার নামের সঙ্গে এবার যুক্ত হল আরও এক বিখ্যাত নাম। সূত্রের খবর সিনেমাটির সঙ্গিত পরিচালনার দ্বায়িত্বে থাকছেন প্রীতম।

আসছে ঈদে যে নতুন ব্লকবাস্টার আসতে চলেছে না নিঃসন্দেহেই ধরে নেওয়া যায়। প্রতিবছর সালমান অনুরাগীরা এই বিশেষ দিনে একটা নতুন সিনেমার জন্য অপেক্ষা করে থাকেন।

যদিও এবছর সালমানের কোনও ছবি রিলিজ করেনি, তাই কিছুটা হতাশ ছিলেন তাঁরা। তবে আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। নতুন ছবি নিয়ে আসছেন ভাইজান। সেখানে প্রীতম থাকছেন মানে, এক সুন্দর প্লেলিস্ট অপেক্ষা করছে দর্শকদের জন্য তা আর বলার সুযোগ রাখে না।

Related Articles