বিনোদন

জমল না করণের ‘শোটাইম’, ফ্লপের খাতায় নাম লেখালেন পরিচালক

'Showtime'movie review

The Truth of Bengal: শুক্রবার মুক্তি পেয়েছে প্রযোজক করণের ‘শোটাইম’। সিরিজটির প্রথম সিজন মাত্র চারটে এপিসোড শেষ হলেও দর্শকের কোনও ভ্রুক্ষেপ নেই। তার কারণ সিরিজের গল্প। ফিল্মি দুনিয়ার বস্তপচা দুনীর্তি, রেষারেষি ফের ক্যামেরা বন্দি করেছেন পরিচালক সুমিত রায়। তবে এতে কোনও নতুনত্ব দেখাতে পারেন নি পরিচালক। আর এখানেই মার খায় গোটা সিরিজটি।

নাসিরউদ্দিন শাহ, মৌনী রায়, ইমরান হাশমির মতো তাবড় তারকা থাকলেও একেবারে নিষ্প্রভ হয়ে পড়ে করণের শোটাইম।এই সিরিজ দেখতে দেখতে একটা কথাই মনে হবে, ‘শোটাইম’ একেবারেই বস্তাপচা গল্পে ঠাঁসা। চরিত্র নির্বাচনেও প্রচুর গলতি ধরা পড়ছে। সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র ভিক্টর খান্না সবচেয়ে দুর্বল বলে মনে হয়েছে দর্শকের।

এই চরিত্রে নাসিরউদ্দিন শাহের মতো অভিনেতা পেয়েও তাঁকে কাজে লাগাতে ব্যর্থ পরিচালক সুমিত। এছাড়া হতাশ করেছেন ইমরান হাশমি, মৌনী রায়, রাজীব খন্ডেলওয়ালও। ধর্মেন্দ্র, জীতেন্দ্র, প্রেম চোপড়া, বাদশা অতিথি শিল্পী হিসেবে হাজির ছিলেন। তবে তাঁদের উপস্থিতি তেমন কিছু ম্যাজিক দেখাতে পারেনি।জুন মাসেই ফের মুক্তি পাবে আরও চারটি পর্ব। অর্থাৎ গল্প যে একেবারেই শেষ হবে না, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। কিন্তু আভাস থাকলেও, দ্বিতীয় পর্বের প্রয়োজনীয়তাও খুব একটা উপলদ্ধি হয়নি দর্শকের বলে মনে হয়।

Related Articles