মা হতে চলেছেন শিনাল? যীশু-নীলাঞ্জনার বিচ্ছেদের জল্পনার মাঝেই গুঞ্জন
Shinal is going to be a mother? Jesus-Neelanjana breakup speculations are buzzing

Truth Of Bengal: একের পর এক বিচ্ছেদ, সম্পর্কের টানাপড়েন, নারী নিগ্রহের ঘটনা সামনে আসায় বিনোদন দুনিয়াতে টানাপোড়েন শুরু হয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা সেনগুপ্তকে নিয়ে চর্চা শুরু হয়েছে। যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা সেনগুপ্ত বাংলা ইন্ডাস্ট্রিতে ২০ বছরেরও বেশি সময় ধরে ‘পাওয়ার কাপল’ হিসেবে সকলের কাছে পরিচিত। তবে এর মধ্যে তাঁদের সম্পর্কে চিড় ধরেছে বলে শোনা যাচ্ছে। গুঞ্জন উঠেছে যে যিশু নাকি আপ্ত সহায়ক শিনাল সুর্তির সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন।
আর সেই খবর চাউর হতেই বেঁকে বসেছেন নীলাঞ্জনা। রব উঠেছে শিনাল নাকি যিশুর সন্তানের মাও হতে চলেছেন। এই নিয়ে বুধবার সকাল থেকে নড়ে বসলো বাংলা ইন্ডাস্ট্রি। আবার অন্যদিকে গুঞ্জন উঠেছে যিশুর বাবা হওয়ার খবরটি নাকি ভুয়ো। তাঁদের সম্পর্ক ভাঙার নেপথ্যে রয়েছে দাম্পত্য কলহ। সেনগুপ্ত পরিবারে ভাঙনের নেপথ্যে উঠে আসছে আরও একটি কারণ। নীলাঞ্জনা নাকি প্রবল আধিপত্য চালাতেন যিশুর উপরে। দীর্ঘদিন ধরে এক নাগারে তা চলার পরে আর নিতে পারছিলেন না অভিনেতা । তাই বাধ্য হয়েই এহেন সিদ্ধান্ত তাঁর। আর সেই সময়েই অভিনেতার সাথে নাম জড়ায় শিনালের। নীলাঞ্জনা অভিনেতার সাথে সম্পর্কের ভাঙন নিয়ে একটি কথা না বললেও সমাজমাধ্যমে তা নিয়ে নানা কথা শেয়ার করেছেন।