সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল শাহরুখের শার্টলেস ছবি, দেখুন সেই ছবি
Shahrukh's shirtless picture took social media by storm, see that picture

The Truth Of Bengal: বলিউডের সেরা অভিনেতাদের কথা বললে প্রথমে যার নামটি উঠে আসে তিনি হলেন সবার প্রিয় শাহরুখ খান ওরফে কিং খান। রবিবার রাত থেকে একটি ছবি সমাজ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। এবারে যারা ছবিটি দেখেননি তাদের মনে এই প্রশ্ন হতেই পারে, কোন ছবির কথা বলা হচ্ছে? রবিবার থেকে শাহরুখের একটি ছবি বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি বিনা শার্টে রয়েছেন, চোখে রয়েছে কালো ফ্রেমের সানগ্লাস, গলায় লেয়ারড চেন, হাতে ‘DYAVOL’ লেখা তিনটে আংটি। মনে করা হচ্ছে শাহরুখ খান হয়তো কোনো ব্র্যান্ডের হয়েই ছবিটি তুলেছেন।
নেটিজেনদের অনুমান হাতে গ্লাস নিয়ে দাদাসাহেব পুরস্কার প্রাপ্ত কিং খানের এই ছবি আগুন ধরিয়েছে তাঁর ভক্তদের মনে। এই পোস্টে একজন কমেন্ট করে লিখেছেন, “খুব গরম লাগছে! বরফ চাই আমার” আবার কেউ লিখেছেন, “আজ আমার ইনস্টাগ্রাম করা সার্থক হল”। এক ভক্ত লিখেছেন, “আমি তো শ্বাস নিতে পারছি না”।
এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি ক্যাপশনে লিখেছেন, “ফিট থাকা ও বয়সের বিপরীতে চলার বড় অনুপ্রেরণা! ওঁর বয়স বাড়ছে না, বরং ক্লাসিক হচ্ছে। @iamsrk”
View this post on Instagram
FREE ACCESS