বিনোদন

ধূমপান ছাড়লেন শাহরুখ

Shahrukh quits smoking

Truth of Bengal: তিনি কিং খান, বলিউডের বাদশা, স্বাভাবিকভাবেই তিনি যা করবেন, যা বলবেন সবটাই সব সময় সংবাদের শিরোনামে। সব মাত্রই গিয়েছে তার জন্মদিন, আর জন্মদিন যেতেই বড় খবর শোনালেন শাহরুখ খান। কি সেই খবর? আসলে সিগারেট ছাড়ছেন শাহরুখ নিজেই সেই কথা জানালেন সকলকে। কিং খান আরও বলে।

”প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে। ” একসময় প্রচুর সিগারেট খেতেন শাহরুখ এক কথা চেইন স্মোকার ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে বলিউড বাদশার এই পদক্ষেপ যে অনুপ্রেরণা যোগাবে তা বলাই যায়।

২ রা নভেম্বরই গিয়েছে কিং খানের জন্মদিন। এবার আর মান্নাতের ছাদে দেখা দেননি ভক্তদের বরং মান্নাতের একটু দূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে ভক্তদের সঙ্গে জন্মদিন পালন করলেন কিং খান। তার হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছিলেন। গোটা বিশ্ব জুড়ে হাজার হাজার ভক্ত তার। প্রিয় তারকাকে একবার দেখার জন্যে দূরদূরান্ত দেখে ছুটে আসেন সকলে। তাদেরকে মোটেই নিরাস করেনি কিং খান। বরং বাদশাহী আন্দাজে ভক্তদের সঙ্গে দেখা করেন শাহরুখ খান।

Related Articles