বিনোদন

মুক্তি পেল ‘সেন্টিমেন্টাল’,ছবির প্রযোজনায় নুসরত ও যশ

Sentimental Movie was released

The Truth of Bengal: যশ এবং নুসরত, দু’জনেই বাণিজ্যিক ছবি থেকে উঠে এসেছেন, এবার সেই বাণিজ্যিক ছবিরই হাত ধরে প্রযোজক হয়ে টলিউডে আত্মপ্রকাশ করলেন যশরত। শুক্রবার শহরের বিভিন্ন মাল্টিপ্লেক্সে মুক্তি পেল আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি ‘সেন্টিমেন্টাল’। এই ছবিতে ফের একবার খাকি উর্দিতে পর্দায় ধরা দিলেন যশ। ইন্সপেক্টর সূর্য রায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। রঘুনাথপুরের প্রেক্ষাপটে সাজানো এই ছবির গল্প। রঘুনাথপুরের বিধায়ক, ‘দিদিমণি’ রুদ্রাণী চৌধুরীর সঙ্গে সম্মুখ সমরে সূর্য। নারী পাচার, স্মাগলিং-এর ব্যবসা চালায় রুদ্রাণী। এক কথায় রঘুনাথপুরের ভগবান তিনি। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর বাংলা ছবিতে ফিরলেন সায়ন্তনী ঘোষ। এই ছবির খলনায়িকা হলেন সায়ন্তনী।

ছবির ট্রেলার জুড়ে দেখা গিয়েছিল পাওয়ার-প্যাক অ্যাকশন আর সংলাপের ছড়াছড়ি। শুরুতেই সূর্যর মুখে শোনা গেল ফাটাফাটি ডায়লগ- ‘তোরা গুণ্ডা হলে আমি সরকারি গুণ্ডা। মারলে হিরো, মরলে মডেল। তোরা মারলে মার্ডার, আমি মারলে এনকাউন্টার’। এমনসব চটকদার সংলাপ দিয়ে এগিয়েছে এই ছবির চিত্রনাট্য। এই ছবিতে পূজার ভূমিকায় দেখা যাবে নুসরতকে। অ্যাকশনের ফাঁকে দর্শককে রিলিফ দেওয়ার জন্য থাকছে যশ ও নুসরতের কিছু রোম্যান্টিক গান। ইতিমধ্যেই, ছবির প্রথম গান ‘কী একখান গান বানাইসে’ বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল দুনিয়ায়। মিকা সিং ও ইমন চক্রবর্তীর গাওয়া এই গানটি ছবি রিলিজের আগেই জনপ্রিয় হয়ে উঠেছে।

তবে, ছবির প্রথম নাম ছিল মেন্টাল। চলতি সপ্তাহে কোর্টের নির্দেশে সেই নাম পরিবর্তিত হয় সেন্টিমেন্টাল। এবার এই সেন্টিমেন্টাল ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন ‘কালারফুল’ মদন মিত্র। বিন্দাস এই তৃণমূল নেতাকে এই ছবিতে পুলিশ কমিশনার এম মিত্র-র চরিত্রে দেখা যাবে। ছবির নাম বদলালেও প্রত্যাশা মত ১৯শে জানুয়ারি মুক্তি পেল যশ ও নুসরতের ‘সেন্টিমেন্টাল’। ভরপুর অ্যাকশন,রোম্যান্স থেকে ড্রামা এবং মশালাদার সংলাপে বাংলার জনতা জনার্দন কতটা সেন্টিমেন্টাল হয় এখন সেটাই দেখার।

Related Articles