বিনোদন

মুক্তি পেল ‘সেদিন কুয়াশা ছিল’র ট্রেলার, ট্রেলার লঞ্চে হাজির জিতু

The trailer of Sedin Kuyasha Chilo was released

The Truth of Bengal: শহরের এক ক্যাফেতে এক ঝাঁক শিল্পী নিয়ে মুক্তি পেল জিতু কমলের নতুন ছবি সেদিন কুয়াশা ছিলর ট্রেলার। ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন জিতু কমল ও পরান বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে পরান অনুপস্থিত থাকলেও সকলের মাঝে দেখা গেল জিতুকে। নানান সম্পর্কের গল্প নিয়ে আসতে চলেছে এই ছবিটি। সম্প্রতি সেদিন কুয়াশা ছিল-র ট্রেলার লঞ্চে হাজির হয়ে ছবিতে নিজের চরিত্রটি সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা জিতু কমল।

এই ছবিতে প্রথমবার পরান বন্দ্যোপাধ্যায়ের মতন পোড়খাওয়া অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জিতু। ছবিতে পরানের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এছাড়াও ছবির তিনটি সাবপ্লটে অনেক তাবড় তাবড় অভিনেতারা কাজ করেছেন। সেই কাজের অভিজ্ঞতাও এদিন শেয়ার করলেন জিতু কমল।

আমাদের চারপাশের চেনা সম্পর্কগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এবার সেই সম্পর্কগুলোই একসূত্রে বাঁধার চেষ্টা করেছেন পরিচালক অর্ণব মিদ্যা তাঁর নতুন ছবি সেদিন কুয়াশা ছিলতে। আর এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিতু কমল ও পরান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই ছবিতে রয়েছেন জয় সেনগুপ্ত, সৌরসেনী মৈত্র, দেবশঙ্কর হালদার, লিলি চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়ের মতন একগুচ্ছ টলিউডের দাপুটে তারকারা। তাদের মাঝে জিতু কতটা নজর কাড়তে পারবেন তা জানা যাবে ছবি মুক্তির পরেই।

Related Articles