বিয়ের পিঁড়িতে সৌরভ!কার্ড বিতরণও শুরু, কিন্তু পাত্রী কে?
Saurav Das Darshana Banik Marriage

The Truth Of Bengal: বিয়ের মরশুম আসতে না আসতেই টলিপাড়ায় যেন বিয়ের মরশুম শুরু।সোমবার পরমব্রতর বিয়ের সানাইয়ের সুর শেষ হতে না হতেই আর এক তারকার বিয়ের বাজনা শুরু। কে তিনি চলুন এখন সেদিকেই চোখ রাখা যাক।
টলিউডে যেন বিয়ের হিড়িক পড়েছে। একের পর এক অভিনেতা, অভিনেত্রীরা সাত পাকে বাঁধা পড়ছেন। সোমবার অর্থাৎ ২৭ নভেম্বর আইনি বিয়ে সারলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। তাঁদের বিয়ের রাতেই এল আরেক সুখবর। টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।পাত্রী টলিউড অভিনেত্রী দর্শনা বণিক।
সূত্রের খবর আগামি ১৫ ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা।একদম বাঙালি বিয়ের রীতিনীতি মেনেই চারহাত এক হবে দুজনের। ইতিমধ্যেই নাকি বিয়ের কার্ড বিতরণও শুরু হয়ে গেছে দুই পরিবারের পক্ষ থেকে।তাঁরা যে বেশ কিছুদিন ধরে রিলেশনে আছেন তা এখন টলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যায়।
এর আগে সৌরভ একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে থাকলেও বিয়ে পর্যন্ত গড়ায়নি কোনটাই।২০১৭ সাল থেকে তিনি আর এক টলিউড অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু বর্তমানে সেসব অতীত।
এখন সৌরভের জীবনে শুধুই দর্শনা।টলিউডের এই লাভ-বার্ডের বিয়ে নিয়ে জল্পনা যতই হোক বিয়ে নিয়ে স্পিকটি নট দুজনেই।
Free Access