বিনোদন

চলতি সপ্তাহে বড়পর্দায় আসছে শয়তান, ছবির গল্পে থাকবে কালো জাদুর ছোঁয়া

Satan is coming to the big screen this week, the story of the film will have a touch of black magic

The Truth Of Bengal: চলতি সপ্তাহে বড়পর্দায় আসছে শয়তান। গুজরাটি চলচ্চিত্র ‘ভাশ’-এর হিন্দি ভার্সান হতে চলেছে এই ছবিটি। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই চর্চায় রয়েছে এই সুপারন্যাচারাল থ্রিলার। এই ছবিতে অভিনয়ের সঙ্গে প্রযোজনার দায়িত্ব সামলেছেন অভিনেতা অজয় দেবগণ। অজয় ও মাধবন ছাড়া এই ছবিতে বহুদিন পর দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী জ্যোতিকাকে। অজয় দেবগনের বাড়িতে আচমকা হাজির এক রহস্যময় আগন্তুক। তার আগমনে অজয়ের পরিবারে শুরু নরক যন্ত্রণা। কালো জাদু, বশীকরণের প্রেক্ষাপটে এগিয়েছে এই ছবির গল্প।

ছবির প্রথম ঝলকে উঠে এসেছে অজয় দেবগণ মানে কবীরের বাড়িতে আচমকা হাজির অজ্ঞাত পরিচয় মাধবন। সাহায্য চাইতে আসা সেই আগন্তুককে নিজের বাড়িতে কিছুক্ষণের জন্য আশ্রয় দেয় কবীর ও তাঁর স্ত্রী জ্যোতিকা। এরপরেই অজয়ের বাড়িতে ঘটতে থাকে অতিপ্রাকৃতিক কিছু ঘটনা। এরপর অজয়ের স্ত্রী আগন্তুককে চলে যেতে বললে সে কিছুতেই যায় না বরং বশীকরণ প্রক্রিয়া শুরু করে দেয়। তারপরই অজয়ের মেয়ে জাহ্নবী বাবার বিরুদ্ধে চলে যায়। এরপর মাধবনের হাতের ‘কাঠপুতলি’ হয়ে সে কখনও এক বাক্স চা পাতা খাচ্ছে আবার কখনও নিজের গালে চড় মারছে কখনও নিজের বাবা-মা’কে আক্রমণ করছে। এমনসব ভয়ঙ্কর অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। ছবিতে এইভাবেই মাধবনের ব্ল্যাক ম্যাজিকের মুখে পড়বে অজয় দেবগণ ও তাঁর পরিবার। সেখান থেকে কীভাবে নিজের পরিবারকে বাঁচাবে অজয় দেবগণ ওরফে কবীর সেটাই এবার দেখার পালা।

এই ২০২৪-এ কালো জাদু ও বশীকরণের যে চিত্র তুলে ধরা হতে চলেছে ছবিটিতে তাতে নিঃসন্দেহে দর্শকের মনে শিহরণ জাগাতে বাধ্য করবে। তাছাড়া অজয় দেবগণ ও প্রযোজক কুমার মঙ্গতের জুটিতে এর আগে দৃশ্যম ছবিটি সুপারহিট হয়েছিল। সেই টিমই আবার ফিরছে শয়তান নামক আরেকটি অলৌকিক কাহিনি নিয়ে। ফলে স্বাভাবিকভাবে এই ছবি ঘিরে দর্শকদের উচ্ছ্বাস একটু বেশিই। সেই চাহিদা কতটা পূরণ করতে পারবে শয়তানরূপী আর মাধবন তা জানতে আগামি ৮ মার্চ পর্যন্ত যে অপেক্ষা করতেই হবে জনতা জনার্দনকে তা বলা যেতেই পারে।

FREE ACCESS

Related Articles