বিনোদন

নারীদের প্রতি গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সরব পাওলি, হইচই-তে আসছে ‘কাবেরী’

Sarab Paoli against domestic violence against women, 'Kaveri' coming to Hochii

Truth Of Bengal : আরজি কর কাণ্ডের আবহেই এবার নারীদের প্রতি গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সরব পাওলি দাম। ছবির মাধ্যমে সামাজিক ব্যাধি রোধে উদ্যত পাওলি। শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেতে চলেছে ‘কাবেরী’। সেখানেই ভূমিকায় নারীদের প্রতি গার্হস্য হিংসার প্রতিবাদ জানিয়ে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পাওলি দাম।

এর আগে এসভিএফ প্রযোজিত ‘অভিশপ্ত নাইটি’, ‘ব্যোমকেশ হত‌্যামঞ্চ’-এর মতো ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। একাধিক ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে, তবে এই প্রথমবার তাঁকে দেখা যাবে হইচই প্ল্যাটফর্মে। বরাবরই একটু অন্যরকমের অথচ শক্তিশালী চরিত্রে অভিনয় করে মানুষের মন জয় করেছেন পাওলি। সেরকমই এই কাবেরী-র সফরও বেশ অন্যরকম বলে জানিয়েছএন তিনি। যেখানে শুধুমাত্র সমাজের ব্যাধির কথাই তুলে ধরা হবে না, উঠে আসবে এই ব্যাধি প্রতিকারের দাওয়াইও। সংসারের সবরকম বাধা-বিপত্তি, প্রতিকূলতা, অন‌্যায়-অত‌্যাচারের বিরুদ্ধে এক নারী কীভাবে সোচ্চার হয়, তাঁর ঘুরে দাঁড়ানোর যাত্রাই এই সিরিজে ফুটিয়ে তোলা হবে।

নতুন এই সিরিজে পাওলির বিপরীতে তাঁর স্বামীর ভূমিকায় পাওয়া যাবে সৌরভ চক্রবর্তীকে। এই সিরিজের মাধ্যমেই প্রথমবার অনস্ক্রিন জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের। সৌরভ নিজেও একাধারে একজন পরিচালক এবং সংবেদনশীল অভিনেতা। ফলে প্রথমবার পর্দায় তাঁদের রসায়ন ঠিক কেমন হয় তা দেখার জন্য যথেষ্ট আগ্রহী দর্শকরাও। এই ওয়েব সিরিজে তাঁর চরিত্র নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পাওলি জানিয়েছেন, “কাবেরী শুধুমাত্র একটা চরিত্র নয়, ব‌্যক্তি মানুষের যাত্রা, প্রতিরোধ ও নারীশক্তির গল্প বলবে, এই কাহিনি।” সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শৌভিক কুণ্ডু। এর আগে ‘সুইজারল‌্যান্ড’, ‘বুমেরাং’-এর মতো ছবিও পরিচালনা করেছেন শৌভিক। এই সিরিজে ড্রামার পাশাপাশি সাসপেন্সের টুইস্টও থাকবে যা দর্শকদের আরও মন জয় করবে বলে দাবি নির্মাতাদের।

Related Articles