বিনোদন

প্রেম করছেন সারা-অর্জুন! গুঞ্জন আরও উস্কালেন নবাব কন্যা

Sara and Arjun are in love! Nawab's daughter further fuels rumors

Truth Of Bengal: বলিউড তারকাদের প্রেম বরাবরই টক অফ দ্যা টাউন। আর সেটা যদি সইফ কন্যা হয় তাহলে তো কোনো কথাই নেই। সারা যে আবার প্রেম করছেন সেই গুঞ্জন আগেই ছিল। এবার কোনো অভিনেতা নয় বরং বিজেপি নেতার ছেলের প্রেমেই মশগুল সইফ কন্যা।

সারার নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। অর্জুন পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে। সূত্রের খবর, অর্জুন ফ্যাশন জগতে বেশ জনপ্রিয়। আর তার নামই এখন জুড়ে গিয়েছে সারার সঙ্গে। সম্প্রতি সেই প্রেমের গুঞ্জনই আরও জোরাল হল। কিভাবে? আসলে এই বিজেপি নেতাকে সঙ্গে নিয়েই রাজস্থানে ছুটি কাটাচ্ছেন সারা আলি খান। আর সোশাল মিডিয়ায় সেই ট্রিপেই ছবিই এখন ভাইরাল। আর তাতেই আরও খানিকটা স্পষ্ট হল সারা-অর্জুনের প্রেমের গুঞ্জন।

এটাই প্রথম নয় এর আগেও কেদারনাথ ঘুরতে গিয়েই ছড়িয়েছিল সারা-অর্জুনের জল্পনা। সেই সময় সারাকে কেদারনাথে পুজো দিতে দেখা গিয়েছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। আর সেই ভিডিওই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই এক এক দুই করেছিলেন নেটিজেনরা। তবে সেই অনুমান যে সত্যি সেটাই বার বার আরও জোরালো হচ্ছে। তবে এখনো নতুন সম্পর্ক নিয়ে স্পিকটি নট সারা। নবাব কন্যা বরাবরই ভ্রমণ পিপাসু। ফাঁকা সময় পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। আর সারার এই ঘোরাই বার বার উস্কে দিচ্ছে তার প্রেমের গুঞ্জন। এখন দেখার নতুন প্রেমের গুঞ্জন কবে সিলমোহর দেন নায়িকা।

Related Articles