ফের জুটিতে সলমন-রশ্মিকা, আসছে অ্যাটলির ছবি
Salman-Rashmika to team up again, Atlee's film is coming

Truth Of Bengal : চলতি বছরেই মুক্তি পেতে চলেছে সলমন খান ও রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘সিকন্দর’। এই ছবি দিয়েই প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের ভাইজান এবং দক্ষিণী সুন্দরী রশ্মিকা। তবে এই জুটিকে আবারও দেখা যেতে চলেছে। সূত্রের খবর, দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন সলমন খান ও রশ্মিকা মন্দানা। সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে কথা হয়ে গিয়েছে। এখন শুধু সাইন করা বাকি। খবর সত্যি হলে, ‘সিকন্দর’ এর পর আবারও একবার জুটি বাঁধবেন সলমন-রশ্মিকা।
সূত্রের খবর, অ্যাটলির ছবিতে মেগাস্টার রজনীকান্ত এবং কমল হাসানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সলমন খান। ছবিতে ফুটে উঠবে পুনর্জন্মের গল্প। রশ্মিকাকে পুনর্জন্মের গল্পের নায়িকা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বলিউড সূত্রে খবর, অ্যাকশন প্যাকড সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। গত বছর ধরে দিনরাত এক করে পুনর্জন্মের প্রেক্ষাপটে এই মেগা বাজেট ছবির কাজ করছেন অ্যাটলি কুমার।
চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হবে। জানা গিয়েছে, অ্যাটলি চিত্রনাট্যটা এমনভাবে তৈরি করছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনওদিন সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। সলমন খানকে দর্শকরা আগে কখনও এভাবে দেখেননি। অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন ভাইজান। শোনা যাচ্ছে, ২০২৫ সালের গ্রীষ্মকালে শুরু হবে ছবির শুটিং। অ্যাটলি পরিচালিত এই ছবির নাম হতে চলেছে A6। যদিও এখনো অফিসিয়ালি কিছু জানাননো হয়নি নির্মাতাদের তরফে। তবে খবর সত্যি হলে রজনীকান্ত, কমল হাসান, সলমন খানের একসঙ্গে ছবিতে উপস্থিতি যে ঝড় তুলবে বক্স অফিসে সেটা বলাই যায়।