বিনোদন

গুঞ্জন উসকে এবার ডেট করছেন রোহন-অঙ্গনা ?

Rumor has it that Rohan-Angana is dating Gunjan Us

The Truth of Bengal: টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায় সেলিব্রিটিদের লাভ লাইফের গুঞ্জন। আর এবার সেই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতেই রইলেন বর্তমানের উঠতি দুই অভিনেতা ও অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য। পোস্টে দেখা যাচ্ছে স্টিয়ারিং হাতে গাড়ির ভিতরে বসে রয়েছেন রোহন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন- ” আমার মতে সান কিসড ছবি।

“পাশাপাশি ছবি তোলার নেপথ্যে রয়েছেন অভিনেত্রী অঙ্গনা রায়। নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে, তাহলে কী দুজনে ডেট করছেন? অবশ্য সদ্য পোস্ট করা ছবির কমেন্ট বক্স সেই জল্পনা আরও উসকে দিয়েছে। অবশ্য, এই ছবির কমেন্ট বক্সেই ধরা পড়েছে অঙ্গনা-রোহনের পুরো একটি ছবি। সেই ছবি শেয়ার করে রোহন লিখেছিলেন- ” তোমার সঙ্গে উড়তে চাই, তোমার সঙ্গে পড়তে চাই “।

তাহলে কী সত্যিই তারা প্রেম করছেন? যদিও এই কথাটা মানতে নারাজ অঙ্গনা। তার স্পষ্ট বক্তব্য, সোশ্যাল মিডিয়াতে ভুল খবর রটছে। তারা বাস্তবে ভাল বন্ধু। এর বেশি কিছু নয়। প্রসঙ্গত, ‘ভজ গোবিন্দ’ খ্যাত রোহন অভিনেত্রী সৃজলা গুহের প্রেমে পড়েছেন, এই খবরও রটেছিল টলিপাড়ার অন্দরমহলে। যদিও পরে অবশ্য তাদের ব্রেকাপের খবরও সামনে এসেছিল। আর তারই মাঝে রোহন-অঙ্গনার পোস্ট করা ছবিগুলো যেন নেটিজেনদের মনে সেই প্রশ্নেরই সঞ্চার ঘটাচ্ছে- তাহলে রিলেনশনশিপেই রয়েছেন দুজন?

Related Articles