রবিনার নতুন সিরিজ ‘কর্মা কলিং’, প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে সিরিজটি
Robina's new series 'Karmma Calling'

The Truth Of Bengal : একদম ভিন্ন অবতারে এবার ওয়েবে ধরা দিতে চলেছেন ৯০ দশকের বলিউড কুইন রবীনা ট্যান্ডন। একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে কর্মা কলিং। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই সিরিজটির ট্রেলার। সেখানে ইন্দ্রানী কোঠারির চরিত্রে দেখা গেছে রবীনাকে। তবে, ট্রেলারে একদমই তাঁর চরিত্রটা উন্মোচন করা হয় নি। এই সিরিজের অন্যতম মুখ্য চরিত্র কর্মার ভূমিকায় দেখা গেছে নম্রতা শেঠকে।
ছবির ট্রেলারে উঠে এসেছে ইন্দ্রানী কোঠারি নামে এক ৯০-এর দশকের নামী নায়িকা এক বিলিয়নেয়ারকে বিয়ে করেন। পরবর্তী সময়ে কর্মা নামের এক রহস্যময় নারীর সঙ্গে তাঁর দেখা হয়। যার সঙ্গে তৈরি নতুন সমীকরণে জীবন বদলে যায় ইন্দ্রাণী কোঠারির। সেই সমীকরণের সমাধান সূত্র ধরেই সৃষ্টি হয়েছে এক সাসপেন্সের আবহ।
তাই, ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে মাধ্যমে শোনা যায়, ‘আঁখ কে বদলে মে আঁখ, খুনকে বদলে খুন, ধোকে কে বদলে ধোকা’ যা উঠে আসে ট্রেলারে। এই সাসপেন্সের জট কীভাবে কাটবে তা জানতে চোখ রাখতে হবে সিরিজের দিকে। প্রসঙ্গত, কর্মা কলিং এই রহস্যজনক সিরিজটি মুক্তি পাবে আগামি ২৬ জানুয়ারি। তখনই পর্দা উঠবে এই সিরিজের রহস্যের। তাই, এর জন্য কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে আমাদের।
FREE ACCESS