Richa Chadha-Ali Fazal: মা হলেন রিচা চড্ডা! ঘরে রাজকুমার নাকি রাজকন্যা?
Richa Chadha-Ali Fazal: Mother is Richa Chadha! Prince or princess in the house?

The Truth Of Bengal : মা হলে অভিনেত্রী রিচা চাড্ডা। কালী ফজলের ঘরে এলো ফুটফুটে সন্তান। কিন্তু রাজকন্যা নাকি রাজকুমার? বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে দম্পতি জানান, ১৬ই জুলাই তার ও আলী ফজলের সংসারে নতুন সদস্য এসেছে। তাই দুই তারকার পরিবারেই এখন খুশির জোয়ার।
অভিনেত্রী রিচা ও আলী ফজল তাঁদের বিবৃতিতে জানান, ” আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত ১৬ জুলাই আমরা এক সুস্থ কন্যাসন্তানের মা-বাবা হয়েছি। আমাদের দুই পরিবারও খুব খুশি। ভালবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ।”
View this post on Instagram
প্রসঙ্গত ২০২২ সালে আলী ফজল এবং রিচা চারটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর সমাজমাধ্যমে একটি পোস্ট করে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন। কিছুদিন আগেই নিজের অন্তঃসত্তার অবস্থান নিয়ে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ” একা লাগছে বলে অস্বস্তি হচ্ছে। তার কারণ, আসলে আমি একা নই। প্রতি মুহূর্তে অনুভব করছি, আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়েচড়ে বেড়াচ্ছে। কখনও সে ছোট্ট হাঁটু দিয়ে লাথি মারছে, কখনও তার ছোট্ট কান দিয়ে আমার কথা শুনছে। আমি সেই কুঁড়ি ফুটে ওঠার অপেক্ষায় রয়েছি।” পোস্টের শেষে আসন্ন সন্তানের উদ্দেশ্যে রিচা চাড্ডা লিখেছিলেন, ” আর অপেক্ষা করাস না সোনা, তাড়াতাড়ি আয় এ বার।”