
The Truth of Bengal: চন্ডীগড়ের ভরা মঞ্চে হাতে গিটার অরিজিৎ সিং-এর। সঙ্গে লক্ষ লক্ষ দর্শককে নিজের কেরিয়ারের একের পর এক হিট গান উপহার তাঁর। অ্যানিমেলের সাতরঙ্গার পাসাপাশি তাঁর কন্ঠে শোনা গেল ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির কবীরা।
তবে সেরা মুহূর্ত তৈরি হল অরিজিতের কন্ঠে চন্না মেরেয়া গানটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, মঞ্চে আচমকাই হাজির রনবীর কাপুর। চন্না মেরেয়া গানের কন্ঠ শিল্পী অরিজিতকে সামনে পেয়ে একেবারে তাঁর পা ছুঁতে গেলেন রনবীর। রনবীরকে থামাতে আবার হাটু মুড়ে বসে পড়তে দেখা গেল অরিজিতকে। এরপরই রনবীরকে বুকে টেনে নেন অরিজিত। তারপরই একদিকে অরিজতের কন্ঠে চন্না মেরে আ।
আর অন্যদিকে হাত তুলে ওই গানের সিগনেচার স্টেপ রনবীরের। অজান্তেই এদিনের কনসার্টের সেরার সেরা মুহূর্ত হয়ে গেল এটাই। সঙ্গে দর্শকদের নজর কাড়ল রনবীর-অরিজিতের একে অপরের প্রতি সম্মানবোধ ও ভালোবাসা। যে দৃশ্য এই মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল।
Free Access