নমো ঘাটে শো’এর মধ্যেই তীর্থ ভ্রমণে রণভীর ও কৃতি!

The Truth Of Bengal: ভারানাসিতে নামো ঘাটে মনিষ মালহোত্রার দ্বারা আয়োজিত একটি ইভেন্টের মধ্যেই কাশী বিশ্বনাথের দর্শন সারলেন অভিনেতা রণভীর সিংহ এবং কৃতি শ্যানন। এদিন এই দুজনের সঙ্গে দেখা যায় বলিউডের পরিচিত ফ্যাশন ডিজাইনার মনিষ মালহোত্রাকেও। তারা মন্দিরে পুজো দিয়ে ক্রুসে চেপে গঙ্গা ভ্রমণও করেন। এদিন মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় রণভীরের পরনে ছিল চিকণ কুর্তা ও কৃতি’কে দেখা গিয়েছিল তার আড়ম্বরপূর্ণ এথনিক লুকে।
View this post on Instagram
১৪ই এপ্রিল রবিবার ভোরে তাঁরা বেনারসে পৌঁছানোর পর মুক্ত মঞ্চেই দুই তারকাকে শো’টিতে দর্শকদের সম্মুখে এই প্রদর্শন করতে দেখা যায়। শোজ্স্টপার হিসেবে দুজনের লুক ছিল একেবারেই নজরকাড়া। মায়া নগরি হিসেবে পরিচিত বেনারস! সেখানে খোলা আকাশের নীচে গঙ্গা পাড়ে বেগুনি রঙের মসলিন কাপরের ধুতিতে এবং কপার ও বেগুনী রঙের সংমিশ্রণে বেনারসি কাজের ওপর শেরবাণি ও দুপাট্টাতে দেখা যায় রণভীরকে। অপরদিকে লাল রঙের লেহেঙ্গা ও লাল বেনারসি কাপরের ওরনায় কোনও রানির থেকে একেবারেই কম ছিলেন না অভিনেত্রী কৃতি।
দুজনের কারোর পায়েই ছিলনা কোনও জুতো। পরে অনুষ্ঠানের শেষপর্বে মনিষ মালহোত্রাকেও মঞ্চে এসে দর্শকদের ধন্যবাদ দিতে দেখা যায়। তবে গোটা বিষয়টি যথেষ্ট চর্চার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গেই এই নতুন পরিকল্পনার মাঝেই রণভীর’কে তাঁর ইনস্টাগ্রামে ছবি দিয়েই লিখেছেন যে, এই দিনটি তাঁর কাছে এক বিশেষ এবং স্মরণীয় দিন ছিল।