
The Truth Of Bengal: আবারও হিন্দি সিরিয়ালে ফিরছে বাংলার অভিনেতা রনজয় বিষ্ণু। এর আগে বেশ কিছু হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। সাম্প্রতি তার বাংলা সিরিয়াল ‘গুড্ডি’ শেষ করেছেন আভিনেতা। দীর্ঘ দিন পর আবার হিন্দি সিরিয়ালে ফিরতে পেরে খুশি অভিনেতা। পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়র হিন্দি ধারাবাহিক ‘ঝনক’ নামে একটি সিরিয়ালে অভিনয় করতে চলেছেন রনজয়।
সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে কাশ্মীরে সিরিয়ালের শুটিং শুরু হবে। সিরিয়ালে রয়েছেন ক্রুশল আহুজা, অঙ্কিতা চক্রবর্তী সহ আরও অনেকে। তবে সিরিয়ালের একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু। অভিনেতা জানান, ‘হিন্দি সিরিয়াল, পাশাপাশি এই প্রথম কাশ্মীরে যাচ্ছি। এখনও পঞ্জাবে রয়েছি। কাশ্মীরে পৌঁছনোর জন্য অপেক্ষায় রয়েছি’।
চরিত্র নিয়ে খোলসা করে তিনি সেভাবে কিছু না বললেও, অভিনেতা জানান, ‘‘আমার চরিত্রটা দিয়েই গল্প শুরু হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। তবে চরিত্রটা কত বড়, তা এখনও জানি না।’’তিনি আরও জানান, শুটিংয়ের ফাঁকে সময় পেলে কাশ্মীর ঘুরে দেখার ইচ্ছেও রয়েছে তাঁর। কলকাতায় ফিরে এই সিরিয়ালের শুটিংয়ের পাশাপাশি নতুন কাজের কথাবার্তাও চলবে রণজয়ের।