আসছে রানির ‘মর্দানি ৩’, কবে মুক্তি পাবে এই ছবি?
Rani's 'Mardaani 3' is coming, when will this film be released?

Truth Of Bengal: বিগত কয়েক বছর ধরে একের পর এক ভিন্ন ধারার ছবি উপহার দিয়ে আসছেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। এখন তাঁর ছবি মানেই প্রত্যাশায় বুক বাঁধেন অনুরাগীরা। সেই প্রত্যাশা থেকেই রানি আবার ফিরছেন ‘মর্দানি’ হিসেবে।
আসছে রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘মর্দানি ৩’। সোমবার যশ রাজ ফিল্মসের তরফে ঘোষণা করা হয় নারীকেন্দ্রীক ছবি ‘মর্দানি ৩’র। এমনকি ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির দিনক্ষণ। ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে রানি অভিনীত ‘মর্দানি ৩’।
View this post on Instagram
এদিন প্রযোজনা সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, হোলি এই ছবিটি মুক্তির জন্য সেরা সময়। দুষ্টের দমন ও শিষ্টের পালনের লড়াই ফুটিয়ে তোলা হবে এই ছবিতে। সেই কারণেই হোলির মতো পবিত্র দিককে মুক্তির দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে। শেয়ার করা পোস্টারে দেখা যাচ্ছে, রাফ এন্ড টাফ রানি, তাঁর পরনে কালো শার্ট, নীল জিন্সস। আর হাতে পিস্তল।
পোস্টারে রানির লুক নজর কেড়েছে সকলের। ‘মর্দানী ৩’-এ রানী মুখার্জী একজন সাহসী পুলিশ অফিসার, শিবানী শিবাজী রায়ের ভূমিকায় ফিরে আসবেন, যিনি নিঃস্বার্থভাবে ন্যায়বিচারের জন্য লড়াই করেন।
উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘মর্দানী’, পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার। এরপর ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘মর্দানী ২’, দ্বিতীয় ভাগটি পরিচালনা করেছিলেন গোপী পুথরান। দুটি সিকুয়েলই বক্স অফিসে দারুণ হিট। এবার সেই ধারা অব্যাহত রেখেই আসছে ‘মর্দানি ৩’। এখন দেখার আগেই সিকুয়েল গুলোর মত ‘মর্দানি ৩’ কতটা চমক দেয় দর্শকদের।