বিনোদন

অস্কারের থেকে বড় প্রাপ্তি সুপারস্টার রামচরণের জীবনে!

Ramcharan become Father

Story Highlights
  • রামচরণ
  • অস্কার

The Truth of Bengal: রথযাত্রায় সুসংবাদ। বাবা হলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রামচরণ। মঙ্গলবার সকালে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন রামচরণের স্ত্রী উপাসনা। বিয়ের ১১ বছর পর তাঁদের জীবনে সন্তান আসায় স্বাভাবিকভাবেই খুশি দক্ষিণের এই সেলিব্রিটি দম্পতি।

১১ বছরের দাম্পত্য। যা কিনা একেবারে প্রেমে ভরপুর। সেই প্রেমের জোয়ারে এবার এল নতুন সদস্য।বেশ কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বাবা হওয়ার কথা ঘোষণা করেছিলেন রামচরণ। জানিয়ে ছিলেন, বিয়ের ১১ বছর পর সন্তানের প্ল্যানটা একেবারেই তাঁদের দু’জনের সিদ্ধান্ত। সঙ্গে উপাসনা জানিয়ে ছিলেন সন্তান জন্ম নেওয়ার পর রামচরণের পৈতৃক বাড়িতেই ফিরে যাবেন তাঁরা। কেননা, রামচরণ ও উপাসনা দুজনেই চান তাঁদের সন্তান দাদু-ঠাকুমার কোলেই বড় হয়ে উঠুক।

হাসপাতালের তরফ থেকে মঙ্গলবার একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে, যেখানে মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন বলে জানানো হয়। ইতিমধ্যেই রাজকুমারীর জন্য গান বানিয়ে ফেলেছেন অস্কারজয়ী নাটু নাটু গায়ক কালা ভারব। খুশির ছোঁয়া দুই পরিবারে। প্রিয় অভিনেতার বাবা হওয়ার খুশিতে হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন অনুরাগীরা। এমন আনন্দের মুহূর্তে কেক কেটে বেলুন উড়িয়ে উদযাপন করলেন ভক্তরা।

তেলুগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর ছেলে হলেও নিজের প্রতিভার জোরেই খ্যাতি পেয়েছেন রামচরণ। তাঁর ‘মগধীরা’ সিনেমার কাহিনি অবলম্বনে বাংলায় ‘যোদ্ধা’ সিনেমা তৈরি করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেব। অবশ্য সেসব বহু আগের কথা। এখন রাজামৌলির ‘RRR’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ। সারা ভারতে তাঁর সুখ্যাতি।এখন শুধু নতুন সদস্যকে বাড়ি নিয়ে আসার অপেক্ষা। তারপরই হবে গ্র্যান্ড সেলিব্রেশন।

Related Articles