বিনোদন
Trending

বলিউডে ‘রাম বন্দনা’, অটলের বায়োপিকে রাম ধুন….

'Ram Bandana' in Bollywood, Ram Dhun in Atal's biopic

The Truth Of Bengal: ২২শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রামমন্দির। তার আগে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে ভগবান রামের স্তুতি। এর থেকে বাদ যায় নি বলিউডও। বলিউডের আপকামিং ছবি ম্যায় অটল হু ছবির গানে শোনা গেল রাম ধুন। ছবির এই গানে রামের বন্দনা করলেন বলিউডের বিখ্যাত গায়ক কৈলাশ খের।

 

আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। উল্লেখ্য, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করার জন্য বেশ কৃচ্ছসাধন করেছেন পঙ্কজ।

Free Access

Related Articles