বিনোদন

কোনোদিন মা হতে পারবেন না রাখি সাওয়ান্ত! কীকরে ঘটল এমন অঘটন?

Rakhi Sawant will never be a mother! How did this happen?

The Truth Of Bengal : টেলিভিশনের অন্যতম বিতর্কিত তারকা রাখি সাওয়ান্ত। তিনি নাকি সংবাদ শিরোনামে থাকার জন্য যে কোনও পদক্ষেপ করতে পারেন। গত ২০২৩ সালে শুধুমাত্র নিজের  দ্বিতীয় বিবাহ ও দাম্পত্য কলহের কারনে সংবাদের শিরোনামে ছিলেন অভিনেত্রী। শোনা গিয়েছিল, দ্বিতীয় স্বামী আদিল খান দুরানি নাকি আদালতে রাখির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে মামলা  করেছিলেন। তবে চলতি মাসে তাঁর বিয়ে কিংবা দাম্পত্য কলহের জন্য সংবাদের শিরোনামে নেই অভিনেত্রী। এবার তিনি সংবাদের শিরোনামে আছেন তাঁর জরায়ুতে টিউমর ধরা পড়া নিয়ে। এরপর শুরু হয় চিকিৎসা। চিকিৎসার জন্য অস্ত্রোপচারও হয় তাঁর। সেই অস্ত্রোপচারের কারণেই নাকি আর কখনও মা হতে পারবেন না রাখি। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোনও দিনই মা হতে পারবেন না রাখি সাওয়ান্ত।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন,  ”চিকিৎসক যখন আমাকে প্রথম এই খবরটা শোনায়, আমি ভেঙে পড়েছিলাম। তবে নিজেকে সামলেও নিয়েছিলাম। আমার চিকিৎসার অনেকটা খরচ সলমন খান দিয়েছেন। সলমন বরাবরই আমার পাশে দাঁড়ান। ওর মতো মানুষ হয় না।” অভিনেত্রীর জরায়ুতে প্রায় ১০ সেন্টিমিটারের একটি টিউমার ধরা পড়েছিল। না না এটা কোন ফেক নিউজ নয়। এই খবরে সিলমোহর দিয়ে খবরটি সত্য বলে জানিয়েছিলেন রাখি নিজেই। সেই সময় রাখির পাশে এসে দাঁড়িয়েছিলেন তাঁর প্রথম স্বামী রীতেশ সিংহ। অপরদিকে, অভিনেত্রীর দ্বিতীয় স্বামী এই সবকিছুকেই সম্পূর্ণ নাটক বলে কটাক্ষ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, “রাখি সম্পূর্ণ নাটক করছে। ও একেবারেই সুস্থ। আমি ওর নামে আদালতে যেসব মামলা করেছি সেগুলো থেকে বাঁচার জন্যই রাখি এত নাটক করছে। রোগটি ধরা পড়ার পর বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। ঠিকমত হাঁটাচলা করতে পারছিলেন না অভিনেত্রী।

Related Articles