বড়পর্দায় আসছে রাজের ‘বাবলি’ প্রকাশ্যে বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে ‘বাবলি’ ছবি ট্রেলার
Raj's 'Babli' coming to the big screen, 'Babli' film trailer based on Buddhadev Guha's novel released

The Truth Of Bengal: বুদ্ধদেব গুহ-র লেখা কালজয়ী উপন্যাস অবলম্বনে বড়পর্দায় এবার ‘বাবলি’-কে নিয়ে আসছেন রাজ চক্রবর্তী। এবার প্রকাশ্যে এল ‘বাবলি’-র ট্রেলার। ট্রেলার মুক্তি পেতেই ইতিমধ্যে দর্শকরা ভালোবাসায় ভরিয়েছেন কমেন্ট বক্সে। আগামী ১৫ আগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বাবলি’।
বুদ্ধদেব গুহ-র বর্ণনা অনুযায়ী, সমাজের চোখে বাহ্যিক গড়নে অসুন্দর বাবলি প্রেমে পড়ে সুঠাম, সুপুরুষ অভিরূপের। শারীরিক গঠনের দিক থেকে মোটা, দেখতে অতটা সুন্দর না হওয়া সত্ত্বেও বাবলির প্রেমে পড়ে অভিরূপ তথা অভি। একটা অজানা মানুষের সঙ্গে প্রেমের অজানা পথে যাত্রা শুরু হয় তাঁদের। এরই মাঝে তাঁদের মধ্যে আসেন সুন্দরী এক এয়ারহস্টেস ঝুমা। দেখতে অসুন্দর হওয়ায় নিজের প্রেম নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে বাবলি। তাঁকে নিয়ে ধীরে ধীরে অভির সঙ্গে সমস্যা বাড়তে থাকে বাবলির। তাঁদের সম্পর্কের টানাপোড়েন কোনদিকে মোড় নেয় তারই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে।
এই ছবিতে ১০ বছর পর একজোট হচ্ছেন রাজ ও আবীর। আর এই ছবির মাধ্যমেই প্রথমবার জুটি বাঁধছেন আবীর-শুভশ্রী। ইতিমধ্যে ছবির টিজার ও ট্রেলারে তাঁদের জুটিকে ভালোবাসায় ভরিয়েছেন দর্শকরা। সম্প্রতি ছবির প্রথম গান ‘ভালোবেসে ফেলেছি তোমায়’ মুক্তি পেয়েছে। রূপম ইসলামের কন্ঠে নিজের প্রেম জাহির করেন আবীর। গানে আবীর ও শুভশ্রীর রোম্যান্স মন জয় করেছে ভক্তদের। এবাং গানটির কথা লিখেছেন সৈকত কুন্ডু ও ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটির সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন ইন্দদ্রদীপ দাশগুপ্ত। ছবির ঘোষণার পরই রাজ জানিয়েছিলেন, ২২-২৩ বছর বয়সের বাবলি চরিত্রটি একমাত্র শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছাড়া আর কেউ পর্দায় ফুটিয়ে তুলতে পারেন ফুটিয়ে তুলতে পারবে না।