সিগারেটের সঙ্গ ত্যাগ! কীসে এমন সুবুদ্ধির উদয় হল শাহরুখের জীবনে
Quitting cigarettes! How did such wisdom emerge in Shahrukh's life?

Truth Of Bengal: প্রতিদিন ১০০টা করে সিগারেট। শাহরুখ খান যে ‘চেন স্মোকার’, তা তাঁর ভক্তেরা সকলেই জানেন। একসময় কিং খান সারাদিন শুধু খেতেন ব্ল্যাক কফি আর কাবাব। তার সঙ্গে একের পর এক সিগারেট ধরাতেন। তবে এ বারের জন্মদিনে সেই নেশা ছাড়ার কথা ঘোষণা করেছেন বলিউডের বাদশা। জন্মদিনে ফ্যানদের সাক্ষী রেখে শাহরুখ বললেন, ‘আমি আর ধুমপান করছি না।’
অভিনয়ের বাইরেও তাঁর হাজার একটা গুন রয়েছে। তিনি একজন ভাল বাবা, ভাল স্বামী, ভাল বন্ধু। সেই সঙ্গে অসম্ভব পরিশ্রমীও বটে! ফলে তাঁকে ভালবাসার একাধিক কারণ রয়েছে। এদিকে একটি বদাভ্যাসকে সঙ্গী করে বছরের পর বছর কাটিয়েছেন।
ভক্তদের মতে, শুধু একটিই খারাপ অভ্যাস তাঁর, তিনি প্রবল ধূমপায়ী। দিনে নাকি ১০০ সিগারেট খাওয়ারও রেকর্ড আছে তাঁর। এবার সেই বদাভ্যাসও বদলে ফেললেন শাহরুখ। তাঁর ৫৯ তম জন্মদিনে আচমকাই ধূমপান ছাড়ার ঘোষণা তিনি বললেন, ‘প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে একেবারেই যে কোনও অসুবিধা হচ্ছে না, এটা বলা ভুল। এত বছরের অভ্যাস হঠাৎই বন্ধ। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবো।’
যদিও মাঝে একবার শাহরুখ বলেছিলেন যে ধূমপান ছাড়ার চেষ্টা করছেন তিনি। অবশেষে ৫৯ বছরে জন্মদিনে বলিউড বাদশা ঘোষণা করেছেন তিনি পাকাপাকি ভাবে ধূমপান ছেড়ে দিলেন। বলিউড বাদশার এমন ঘোষনায়, তাঁর শরীরের হাল অনেকটাই শুধরে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
নিয়মিত ধূমপান করলে ব্লাড প্রেশার এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে পিছু নিতে পারে একাধিক জটিল অসুখ। তারপরেই দেখা দেয় স্ট্রোক, হার্ট অ্যাটাক। ফলে শরীর সুস্থ রাখতে চাইলে সবার প্রথমে ধূমপান ছাড়তে হবে, এ কথা কিং খানকে অনেক সাক্ষাৎকারেই বলা হয়েছে। কিন্তু কোনও বারই সেসব কথার গুরুত্ব দেননি তিনি। এবার নিজের কথা মাথায় রেখে সেই সিদ্ধান্ত নিয়েই ফেললেন।