বিনোদন

৩২ বছরেই সফর শেষ, ক্যান্সারে মৃত্যু পুনম পান্ডের

Poonam Pandey died of cancer

The Truth of Bengal: প্রয়াত পুনম পাণ্ডে। ৩২-এই থেমে গেল পথচলা। একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে পুনমের মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ম্যানেজার। বৃহস্পতিবার রাতেই নাকি মৃত্যু হয় অভিনেত্রীর।

পুনমের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই তাঁর মৃত্যুর খবরটি শেয়ার করা হয়েছে। পুনম পান্ডে জরায়ুর ক্যানসারে ভুগছিলেন। পুনমের ইনস্টাগ্রামে এ হেন পোস্ট নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিয়ে যদিও এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে।

রাজ কুন্দ্রার পর্ণোগ্রাফিতে নাম জড়িয়েছিল তার। সেখানে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে অশ্লীল ভিডিও তৈরি করে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। দাবি করা হয়, বিলাসবহুল পাঁচ তারা হোটেলে শার্লিন চোপড়া এবং পুনমকে নিয়ে ওই ভিডিওগুলির শ্যুট করতেন রাজ কুন্দ্রা। উল্লেখ্য ,২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ চলার সময় পুনমের একটি ভিডিয়ো শোরগোল ফেলে দেয় গণমাধ্যমে । সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাকটিভ থাকতেন বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী। খোলামেলা পোশাক পড়ার কারণেই চর্চার শিরোনামে থেকেছেন তিনি ।২০১৩ সালে ‘Nasha’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডের জগতে ডেবিউ করেন পুনম পান্ডে। কঙ্গনা রানাউত সঞ্চালিত ‘লক আপ’ রিয়েলিটি শো-য়ের মঞ্চেই পুনমকে শেষবার দেখা গিয়েছিল। তবে তাঁর প্রয়াণের খবরে স্তম্ভিত সকলেই।

Related Articles