বিনোদন
Trending
নেট দুনিয়ায় আগুন,ক্যাবারে ডান্সারের গল্প নিয়ে আসছেন পূজা…
Pooja banerjee is bringing the story of a cabaret dancer on fire in the net world...

The Truth Of Bengal: নতুন বছরে ওটিটির হাত ধরে এক ক্যাবারে ডান্সারের গল্প নিয়ে আসছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। পরিচালক উত্সব মুখোপাধ্যায়ের এই সিরিজে তাঁর চরিত্রে নাম মিস এলিনা।চলতি বছর প্রজাতন্ত্র দিবসের দিন সিরিজটি মুক্তি পাবে। তার আগে ছবির একটি গানে নেট পাড়ায় উষ্ণতা ছড়ালেন মিস এলিনা ওরফে পূজা।
প্রথমবারের জন্য ক্যাবারে ডান্সারের ভুমিকায় দেখা যাবে পুজাকে। এই গল্পে যেমন নাটকীয়ভাবে প্রেম রয়েছে, তেমনই রয়েছে সমসাময়িক উগ্র রাজনীতি, সামাজিক জাতিভেদ, শ্রেণী সংগ্রাম এবং মানবিক সম্পর্কের অধীনে মোড়ানো পরিস্থিতি।
Free Access