বিনোদন
Trending

প্রকাশ্যে পারিয়া-র টাইটেল ট্র্যাক, গানটি গেয়েছেন সোনু নিগম

Pariah's title track in public

The Truth Of Bengal : তথাগত মুখোপাধ্যায়ের আগামি ছবি ‘পারিয়া’তে নায়কের ভূমিকায় রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। এই ছবিতে সারমেয়দের ত্রাতা হয়ে উঠতে দেখা যাবে বিক্রমকে। ছবিতে বেশকিছু অ্যাকশন দৃশ্যও রয়েছে।

এবার সামনে এল ছবির টাইটেল ট্র্যাক। এই অসাধারণ গানটি গেয়েছেন সোনু নিগম। ‘পারিয়া’ যেহেতু অ্যাকশনধর্মী ছবি, তাই এর গানগুলিও তেমনই রক্তগরম করা। সোনুর কণ্ঠেও তেমনই একটি গান উঠে এল ছবির টাইটেল ট্র্যাকে।

 

FREE ACCESS

Related Articles