বিনোদন

বড়পর্দায় ফিরছেন উত্তমকুমার! সৌজন্যে সৃজিত

Oti Uttam Movie

The Truth of Bengal: প্রায় ৪৩ বছর পর বড়পর্দায় উত্তমকুমার। হ্যাঁ ঠিক শুনেছেন, আবার স্ক্রিনে ফুটে উঠবেন মহানায়ক। যদি বলেন, কীভাবে সম্ভব? তারই প্রম পাওয়া গেল ২৪ জুলাই, উত্তমকুমারের ভবানীপুরের বাড়িতে। সেখানেই গোটা টিম নিয়ে অতিউত্তমের টিজার প্রকাশ্যে আনলেন সৃজিত। প্রথম ঝলকেই এটা স্পষ্ট যে একেবারে অন্য ধাঁচের একটি ছবি এবার দর্শকদের উপহার দিতে চলেছেন সৃজিত।

ছবির গল্পে উঠে আসে, এক ভক্তের কাছে আসেন উত্তমকুমার। মহানায়ক হয়েই আসেন তিনি, কথাও বলেন। ভক্তের জীবনের প্রেমজিনত সমস্যার সমাধানও করে দেন। এটাই গল্পের বিষয়বস্তু। উত্তমকুমারের চরিত্রে দেখা গিয়েছে স্বয়ং উত্তমকুমারকেই। আসলে উত্তমখুমার অভিনীত বিভিন্ন ছবির ফুটেজ জুড়ে জুড়ে একটা চরি্ত্রকে তৈরি করেছেন পরিচালক। এই ছবিতে ভিএফএক্স-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিচালক জানান, এই ছবির গল্প লিখতে তাঁর সময় লেগেছে প্রায় তিন বছর। ছবির অন্যন্য চরিত্র নতুন কিছু মুখকে নেওয়া হয়েছে বলেও পরিচালক জানিয়েছেন। রয়এছেন এক্স ইক্যুয়েল টু প্রেম খ্যাত অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত, টেলিভিশন খ্য়ত অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। এছাড়া ভিডিও জকি জিনা তরফদারও রয়েচেন এই ছবিতে। ছবিতে উত্তমকুমারের গৌরব চট্টোপাধ্যায় রয়েছেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। চলতি বছরের ডিসেম্বর মাসেই মুক্তি পাবে এই ছবি।

 

Related Articles