
Bengal Jago Desk: ভালবাসার মরশুমের ভরপুর উত্ যাপনের তোড়জোড় শুরু করে দিলেন অভিনেত্রী নুসরত জাহান। রোজ-ডের দিন হাতে একগোছা টকটকে লাল গোলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানালেন নুসরত। গোপাল ফুলের দিনটাকে আরও কিছুটা উজ্জ্বল করে তুললেন নুসরত জাহান৷ এমনকি, ইনস্টায় প্রেম নিবেদন করেছেন তিনি।
রোজ-ডের দিন হাতে লাল গোলাপ নিয়ে ব্ল্যাক আউটফিটে ছবি পোস্ট করে ক্যাপশনে সেন্টিমেন্টাল নায়িকা লিখেছেন যে হোয়েন ইট গেটস রোজি…সো আই গেট পোজি। রোজ-ডের দিন টলিউড নায়িকার এমন পোস্ট মন কেড়েছে নেটিজেনদের।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নুসরত ও যশ-এর সেন্টিমেন্টাল। ছবিটি বক্স অফিসে তেমন ব্যবসা না করলেও সোশ্যাল দুনিয়ায় প্রায়ই শিরোনামে থাকেন। এবার, রোজ ডে দিয়েই শুরু হল নায়িকার প্রেমের সপ্তাহ, এরপর একে একে প্রপোজ ডে, হাগ ডে, কিস ডে, চকোলেট ডে-তে তিনি আর কী কী চমক দেন বা কোন ছবি পোস্ট করেন, এখন সেদিকে নজর নুসরত ভক্তদের।