বিনোদন

বসন্তের রঙিন ছোঁয়া লাগল স্বস্তিকার মনে

New web series spring has arrived

The Truth of Bengal: টলিউড অভিনেত্রী স্বস্তিকা দত্তর জীবনে এবার ‘বসন্ত এসে গেছে’। বসন্তের নতুন রঙের ছোঁয়া লেগেছে অভিনেত্রীর জীবনে। অবশ্য নায়িকার জীবনে রঙের সঞ্চার করেছেন পরিচালক অভিমণ্যু মুখোপাধ্যায়। আসলে ব্যাপারটা সেরকম কিছুই না।

একটি জনপ্রিয় ওটিটিতে মুক্তি পেতে চলেছে স্বস্তিকার নতুন ওয়েব সিরিজ ‘বসন্ত এসে গেছে’। সিরিজে চন্দ্রিমার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সদ্য প্রকাশ পেল ছবির টিজার। সেই টিজার সোশ্যাস সাইটে নিজেই শেয়ার করলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

স্বস্তিকার পাশাপাশি নতুন এই সিরিজে রয়েছেন অভিনেতা অর্পণ ঘোষাল ও সাক্ষী সাহা।‘গভীর জলের মাছ’ সিরিজে ছিলেন স্বস্তিকা – অর্পন, তবে ‘বসন্ত এসে গেছে’তে তাঁদের দৃশ্য অনেক বেশি রোমান্টিক বলে জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি অর্পনের ভূয়সী প্রশংসা করেন স্বস্তিকা।

Related Articles