বিনোদন

ভাষা দিবসে প্রকাশ্যে ‘চল মেয়ে’, ‘অতি উত্তম’-এর নতুন গান

New song of 'Chal Mayi', 'Ati Uttam' released on Language Day

The Truth of Bengal:২১ ফেব্রুয়ারি মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের এক্সপেরিমেন্টাল ছবি অতি উত্তম-এর দ্বিতীয় গান চল মেয়ে। এই রোমান্টিক গানটিতে জেন-জেডের প্রেমের দৃশ্য ফ্রেমবন্দি করেছেন পরিচালক সৃজিত। এই গানটিতে কলকাতা শহরের বিভিন্নস্থান উঠে এসেছে। সুরকার ও গায়ক সপ্তক-সানাইয়ের সুরে অনিন্দ্য ও রোশনির অভিনয়ে এই মিস্টি প্রেমের গানটি অন্য মাত্রা পেল। টলিউডের এই নতুন জুটির অনস্ক্রিন রয়ায়ন কেমন ধরা পড়ল চল মেয়ে-তে চলুন তাই এবার দেখে নেওয়া যাক।

 

 

Related Articles