নতুন রহস্যের খোঁজে গোয়েন্দা কারিনা, প্রকাশ্যে ক্রাইম থ্রিলার ‘বাকিংহাম মার্ডারস’-এর নতুন গান
New song from crime thriller 'Buckingham Murders' out

Truth Of Bengal : শীঘ্রই আসতে চলেছে কারিনা কাপুরের ক্রাইম থ্রিলার ‘বাকিংহাম মার্ডারস’। ছবির প্রথম গানের মাধ্যমে উঠে এল ছবির দ্বিতীয় ঝলক। যেখানে সাসপেন্স থ্রিলারে ডিস্কো টুইস্ট যোগ করতে দেখা গিয়েছে কারিনা কাপুরকে। প্রথম গান সাড্ডা পেয়ার টুট গ্যায়া গানটির মধ্যে ছবিতে যে মানসিক অশান্তি এবং পরিচালক হানশাল মেহতার পরিচালনার বর্ণনার একাধিক ইঙ্গিত উঠে এসেছে।
গানটিতে একাধিক ফ্রেমে করিনা কাপুরের বিভিন্ন মেজাজের ছবি উঠে এসেছে। গানটিতে বোঝা যাচ্ছে করিনা কোনও রকম মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। চিত্কার করে নিজের ভিতরের রাগ জ্বালা যন্ত্রণা বের করতে দেখা গিয়েছে। কখনও দেখা গিয়েছে কখনও জগিং করে তো কখনও আবার বন্ধুদের সঙ্গে পানশালায় গিয়ে নিজের মন ভোলানোর চেষ্টা করছেন।
গানটি গেয়েছেন ভিকি মারলে এবং গানটির মাধ্যমে বলিউড সঙ্গীত প্রযোজনায় ফিরেছেন বালি সাগু। আর গানটি লিখেছেন দেবশী খান্ডুরি। ছবিটির যৌথ প্রযোজনা করেছেন একতা কাপুর, হানশাল মেহতা এবং কারিনা কাপুর। ছবিতিটি বেশির বেশিরভাগই লন্ডনে শ্যুট করা হয়েছে। ছবিটি ৮০ শতাংশই ইংরাজী এং ২০ শতাংশ হিন্দি ভাষায় শ্যুট করা হয়েছে। ছবিতে একজন কর্মজীবী মা এবং গোয়েন্দার চরিত্রে কারিনা কাপুরের গল্প ফুটে উঠেছে। তাঁর চরিত্রটি HBO-এর ২০২১ এমি অ্যাওয়ার্ড-বিজয়ী শো মেয়ার অফ ইস্টটাউন-এ কেট উইন্সলেটের ভূমিকা থেকে অনুপ্রাণিত। ছবিতে রণবীর ব্রারকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এই বছরের শুরুর দিকে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ারের পর একটি স্ট্যান্ডিং ওভেশনও পায়।