বিনোদন

আসছে নতুন সিরিজ, জুটিতে অরুণিমা-গৌরব

New series coming, Arunima-Gaurav in the pair

Truth Of Bengal: বাংলায় এখন সিরিজের রমরমা। কখনো সাসপেন্স, কখনো থ্রিলার কখনো আবার ভৌতিক। সব মিলিয়ে একের পর এক নতুন নতুন কন্টেন্ট তৈরি হচ্ছে। তবে এবার ওটিটি প্লাটফর্মে আসছে আরও এক সিরিজ। যার প্রেক্ষাপট কমেডি। সূত্রের খবর, সিরিজে জুটি বাঁধতে দেখা যাবে অরুণিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। সিরিজের পরিচালক অরিন্দম চক্রবর্তী।

জানা গিয়েছে, দুই পরিবারের দ্বন্দ্বের প্রেক্ষাপটেই তৈরি হতে চলেছে এই কমেডি সিরিজ। সিরিজে নায়ক-নায়িকা থাকলেও এই দুই বাবা-মা কে কেন্দ্র করেই মূল গল্প এগোবে। জানা গিয়েছে, সিরিজে গল্পে অরুণিমার বাবার চরিত্রে অভিনয় করছেন অসীম রায়চৌধুরী। পাশাপাশি গৌরবের মায়ের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো স্পষ্ট নয়। এখনো সিরিজের পুরোপুরি কাস্ট ঠিক হয়নি।

এমনকি সিরিজের নাম কি হবে তাও এখনো জানানো হয়নি নির্মাতাদের তরফে। আরও জানা যাচ্ছে, সোমবার ছিল এই সিরিজের লুক সেট। এবং আগামী বুধ বার থেকেই শুরু হয়ে যাবে অরুণিমা-গৌরব অভিনীত এই কমেডি সিরিজের শুটিং। এখন দেখার অন্যান্য সিরিজ গুলোর মত অরুণিমা-গৌরবের এই কমেডি সিরিজ দর্শকদের মন জয় করতে পারে কিনা।

Related Articles