বলি পাড়ায় নতুন গুঞ্জন! আদিত্য ও অনন্যার অনেকদিনের সম্পর্ক ভেঙে চুরমার
New buzz in the neighborhood! Aditya and Ananya's long relationship broke up

The Truth Of Bengal : কিছু মাস আগেই অম্বানির হাই প্রোফাইল পার্টিতে তাদের একসাথে দেখা গিয়েছিল। বিদেশে বহুবার একসাথে সময়ও কাটাতে দেখা গিয়েছিল এই অভিনেতা ও অভিনেত্রীকে। খুলামখুল্লা ভাবেই প্রেমেতে গা ভাসিয়েছিলেন তারা। কারণ এর ‘কফি উইথ করণ’এ অনন্যাকে ‘নাইট ম্যানেজার ‘ বলেও মজা করেছিলেন প্রিয় বান্ধবী। তবে শেষমেশ দুই বছরের সম্পর্কের ইতি টানলেন এই দুই তারকা। তাদের এক ঘনিষ্ঠ বন্ধু সূত্রে খবর, মার্চ মাসেই নাকি তাদের ব্রেক আপ হয়ে গেছে। তবুও বর্তমানে তারা একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাব বজায় রেখেছেন। নিজেদেরকে সামলে নিয়েছেন।
অনন্যা সোশ্যাল মিডিয়াতে নিজে পোস্ট শেয়ার করেই এই জল্পনার সূত্রপাত করেছিলেন যদিও। তখন তিনি ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে লিখেছিলেন, ‘যদি সে সত্যিই তোমার হয়ে থাকে, তাহলে তুমি যতই দূরে ঠেলো না কেন, সে ফিরবেই তোমার কাছে। নইলে তোমাকে ভবিষ্যতের জন্য শিক্ষামূলক পাঠ দিয়ে যাবে।’
কিছুদিন আগে রাতবিরেতে শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরোতে দেখা যায় নাইট ম্যানেজারকে। হঠাৎ ‘প্রাক্তন ‘ এর বাড়ি থেকে কেন বেরতে দেখা গেলো রায় কাপুরকে? তবে কি পুরনো প্রেম ফিরে এল? আর সেই কারণেই নতুন প্রেম থেকে মুখ ফিরিয়ে নিলেন আদিত্য? কী কারণে এমন দুঃ সংবাদ নেট পাড়ায় তা এখনও জানা যায়নি।