বিনোদন

ব্রেইন টিউমারে আক্রান্ত নরেশিকে ১ কোটির প্রশ্নের উত্তরের জন্য লড়াই করতে দেখা যাবে KBC-র মঞ্চে

Nareshi suffering from brain tumor will be seen fighting to answer 1 crore questions on the KBC stage.

Truth Of Bengal: শুরু হয়ে গিয়েছে কৌন বনেগা ক্রোড়পতি। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন এই শোয়ে সঞ্চালকের ভূমিকাতে হাজির হয়েছেন। তবে এবারও সঞ্চালক অমিতাভ বচ্চনের সামনে হাজির হতে দেখা যাচ্ছে একের পর এক প্রতিযোগীকে। সম্প্রতি এই শোয়ের মঞ্চে এক বিশেষ পর্বে রাজস্থানের বাসিন্দা নরেশি মীনাকে হাজির হতে দেখা গিয়েছিল। যিনি কিনা ব্রেইন টিউমারে আক্রান্ত। কিন্তু শুধুমাত্র মনের জোরেই কঠিন এই রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও পৌঁছে গিয়েছিলেন KBC-র হটসিটে।

ব্রেইন টিউমারে আক্রান্ত  নরেশি মীনাকে এবারে ১কোটির প্রশ্নের উত্তরের জন্যও লড়াই করতে দেখা যাবে।ইতিমধ্যেই সেই পর্বের প্রোমোও সামনে এসেছে। প্রোমোতে নরেশিকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার ব্রেন টিউমার হুয়া স্যার, খুদ কো ইয়াহি বাতাতি হু কি কোই টেনশন নাহি হ্যায় তুঝে কোই বিমারি নাহি হ্যায়। (আমার ব্রেইন টিউমার হয়েছে স্যার, তবে আমি শুধু নিজেকে এটাই বোঝাই যে তোমার কোনও অসুখ নেই, চিন্তা করার প্রয়োজন নেই’)।

অপরদিকে নরেশিকে অমিতাভ সেসময় বলেন,‘আপনে ইয়ে থান লিয়া হ্যায় কি ইয়ে ধনরাশি ইয়াহান সে জিত কার জাউঙ্গি তো ইসকা ইলাজ হো সক্ত হ্যায়। (আপনি হয়ত মনে মনে এটাই ঠিক করেছেন যে, আপনি যদি এই পুরস্কারের অর্থ এখান থেকে জিতে যান, তবে তাতে আপনার চিকিৎসা করা যেতে পারে।)’। বরাবরই কোন বনেগা ক্রোড়পতি শো নিয়ে দর্শকদের উন্মাদনা শেষ নেই।তবে এত জনপ্রিয় একটা শোয়ের জন্য শুধুমাত্র সেখানে যোগদান করবে বলে নিজের RAS পরীক্ষাও ছেড়ে চলে আসতেও পিছু পা হলেন না বলে নরেশি স্পষ্টভাবে জানালেন এক সাক্ষাৎকারে।

Related Articles